Monday, November 10, 2025

ফের তুঙ্গে রাজ্য-রাজ্যপাল তরজা, রাজভবনে তলব মুখ্যসচিবকে

Date:

ভোটের ফলাফল প্রকাশ হতেই রাজ্যে একের পর এক জায়গায় হিংসার ঘটনা অব্যাহত। আর তা নিয়ে এবার তুঙ্গে রাজ্য-রাজ্যপাল তরজা। রাজ্যপাল জগদীপ ধনকড়ের অভিযোগ, রাজ্যে ভোট পরবর্তী হিংসা চলছেই। কিন্তু রাজ্যের সাংবিধানিক প্রধানের কাছে কোনও রিপোর্ট নেই। হিংসা নিয়ে রিপোর্ট দিতে ব্যর্থ স্বরাষ্ট্রদফতরের অতিরিক্ত মুখ্যসচিব এইচ এস দ্বিবেদী। তাই শনিবার সন্ধে ৭ টায় রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে তলব করেছেন রাজ্যপাল। ধনকড় এদিন পশ্চিমবঙ্গের এই পরিস্থিতিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ত্রুটি বলেও উল্লেখ করেছেন।

আরও পড়ুন-জয়পুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করা রিটার্নিং অফিসারের কম্পালসরি ওয়েটিং

শনিবার রাজ্যপাল ট্যুইট করে লিখেছেন, “রাজ্যে ভোট পরবর্তী হিংসা চলছে। এই সরকারের সময় এ ধরণের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। উপেক্ষা করা যায় না। অথচ রাজ্যের সাংবিধানিক প্রধানের কাছে কোনও রিপোর্ট নেই। এটা মানা যায় না।”

ভোটের ফল প্রকাশ হতেই ভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছেই। এই পরিস্থিতিতে খোঁজ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করেছিলেন রাজ্যপাল ধনকড়কে। এরপর রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট তলব করেছিলেন রাজ্যপাল। কিন্তু সেই রিপোর্ট এখনও জমা পড়েনি রাজভবনে এমনটাই অভিযোগ রাজ্যপালের। পাশাপাশি তিনি বলেছেন, রাজ্য পুলিশের ডিজিপি এবং কলকাতার পুলিশ কমিশনারের রিপোর্টও তাঁর কাছে জমা করেননি এইচ এস দ্বিবেদী।

Related articles

শিলিগুড়ির মহাকাল মন্দিরের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নেতৃত্বে থাকছেন কারা!

অক্টোবরে উত্তরবঙ্গে গিয়েই জানিয়েছিলেন শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। সেই মতো ট্রাস্ট গঠন করে দিলেন...

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...
Exit mobile version