Thursday, August 21, 2025

নারদ কাণ্ড : এবার ৩ বিধায়ক এবং শোভনের বিরুদ্ধে সিবিআইকে চার্জশিট পেশের অনুমতি রাজ্যপালের

Date:

নারদ মামলায় অভিযুক্ত তৎকালীন ৪ বিধায়কের বিরুদ্ধে সিবিআইকে চার্জশিট পেশ করার অনুমতি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এই ৪ জনের মধ্যে তিন জন একুশের নির্বাচন জিতে আবার বিধায়ক হয়েছেন। তাঁরা হলেন, ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়। তৎকালীন এক বিধায়ক হলেন শোভন চট্টোপাধ্যায়। নারদকাণ্ডে আরও এক অভিযুক্ত হলেন বর্তমান বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। তবে তাঁর নাম অনুমোদনের তালিকায় নেই।

সিবিআই-এর একটি সূত্র জানিয়েছে, শুক্রবার রাজ্যপালের কাছ থেকে চার্জশিট দেওয়ার অনুমতি পাওয়ার ফলে দুর্নীতি দমন আইনের ৭ নম্বর ধারায় এঁদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়া যাবে।

আরও পড়ুন-কোভিড মোকাবিলায় কেন্দ্র রাজ্যকে সবরকম সহায়তা করবে, মমতাকে চিঠি লিখে আশ্বাস কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

কলকাতা হাইকোর্টে নারদকাণ্ড নিয়ে মামলা হয় এবং হাই কোর্টে নির্দেশে তদন্তে নামে সিবিআই। মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মামলা হয়। তার মধ্যে ছিলেন তৃণমূলের তৎকালীন ৭ সাংসদ। তাঁদের মধ্যে সুলতান আহমেদ তদন্ত চলাকালীন মারা যান। বাকি ৬ সাংসদের মধ্যে মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। বাকি ৪ জনের মধ্যে রয়েছেন তৃণমূলের ৪ জন সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং অপরূপা পোদ্দার।

সিবিআই সূত্রে খবর, এই ৬ সাংসদের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার প্রয়োজনীয় অনুমতি লোকসভার অধ্যক্ষের কাছে অনেকদিন আগেই চাওয়া হয়েছে। এখনও সেই অনুমোদন আসেনি।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version