Sunday, November 9, 2025

অভিনব মাস্ক বানিয়ে গুগলের সেরা দশের তালিকায় বাংলার দিগন্তিকা

Date:

করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন বেসামাল গোটা দেশ, তখন ভাইরাস সংক্রমণের থাকে বাঁচার নতুন পথ দেখাল বছর ১৭এর দিগন্তিকা বসু। গড়পড়তা মাস্কের তুলনায় খানিকটা আলাদা ডিজাইনে দিগন্তিকা তৈরি করেছে একটি মাস্ক। বায়ুবাহিত ধুলিকণা ও ভাইরাস মারতে সক্ষম এই মাস্ক। আবার ইনহেলারেরও কাজ করবে এই অভিনব মাস্ক। দিগন্তিকার এই কীর্তিকে স্বীকৃতি দিয়েছে গুগুল। ‘অনুপ্রেরণামূলক ডিজাইন’ বিভাগের সেরা দশে স্থান করে নিল বর্ধমানের কন্যা।
গত বছর লকডাউনের সময় ডিটরেন্ট ইনহেলার মাস্ক তৈরি করেছিল একাদশ শ্রেণির ছাত্রী দিগন্তিকা। দেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন (NIF)-এর একটি প্রতিযোগিতায় তাঁর তৈরি মাস্ক যথেষ্ট সাড়া ফেলেছিল। সহজে , খুবই কম খরচে এই মাস্ক তৈরি করেছে সে। এই মাস্ক করোনা মোকাবিলায় সাহায্য করবে বলেই বিশেষজ্ঞদের ধারণা। মুম্বইয়ের মিউজিয়াম অব ডিজাইন এক্সলেন্সের সাহায্যে এই মাস্ক তৈরি করেছে দিগন্তিকা। ইতিমধ্যেই তাঁর তৈরি মাস্কের বিষয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ভারতে যাতে এই মাস্ক দ্রুত নিয়ে আসা যায় তাঁর চেষ্টাও চলছে।
ইতিমধ্যে ১১টি উদ্ভাবনের জন্য এই বয়সেই পরিচিতি লাভ করেছে সে। দিগন্তিকা জানিয়েছে, , মাস্কটির প্রোটোটাইপ তৈরি করতে সাত থেকে আটদিন টানা লেগেছিল এই মাস্কের দুটো কাজ। এক, ভাইরাস ধ্বংস করা । দুই, বাতাসের ধুলোবালি, জীবাণু পরিশোধন করে বিশুদ্ধ অক্সিজেন শরীরে ঢোকানো। পাশাপাশি সে আরও জানায়, ‘‘আমার খুব ভাল লাগছে এটা জানতে পেরে যে আমার তৈরি ভাইরাস প্রতিরোধক মাস্ককে গুগ্‌ল আর্টস অ্যান্ড কালচার বিশ্বের সেরা ১০টি অনুপ্রেরণামূলক ডিজাইনের মধ্যে স্থান দিয়েছে।”

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version