Saturday, August 23, 2025

অভিনব মাস্ক বানিয়ে গুগলের সেরা দশের তালিকায় বাংলার দিগন্তিকা

Date:

করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন বেসামাল গোটা দেশ, তখন ভাইরাস সংক্রমণের থাকে বাঁচার নতুন পথ দেখাল বছর ১৭এর দিগন্তিকা বসু। গড়পড়তা মাস্কের তুলনায় খানিকটা আলাদা ডিজাইনে দিগন্তিকা তৈরি করেছে একটি মাস্ক। বায়ুবাহিত ধুলিকণা ও ভাইরাস মারতে সক্ষম এই মাস্ক। আবার ইনহেলারেরও কাজ করবে এই অভিনব মাস্ক। দিগন্তিকার এই কীর্তিকে স্বীকৃতি দিয়েছে গুগুল। ‘অনুপ্রেরণামূলক ডিজাইন’ বিভাগের সেরা দশে স্থান করে নিল বর্ধমানের কন্যা।
গত বছর লকডাউনের সময় ডিটরেন্ট ইনহেলার মাস্ক তৈরি করেছিল একাদশ শ্রেণির ছাত্রী দিগন্তিকা। দেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন (NIF)-এর একটি প্রতিযোগিতায় তাঁর তৈরি মাস্ক যথেষ্ট সাড়া ফেলেছিল। সহজে , খুবই কম খরচে এই মাস্ক তৈরি করেছে সে। এই মাস্ক করোনা মোকাবিলায় সাহায্য করবে বলেই বিশেষজ্ঞদের ধারণা। মুম্বইয়ের মিউজিয়াম অব ডিজাইন এক্সলেন্সের সাহায্যে এই মাস্ক তৈরি করেছে দিগন্তিকা। ইতিমধ্যেই তাঁর তৈরি মাস্কের বিষয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ভারতে যাতে এই মাস্ক দ্রুত নিয়ে আসা যায় তাঁর চেষ্টাও চলছে।
ইতিমধ্যে ১১টি উদ্ভাবনের জন্য এই বয়সেই পরিচিতি লাভ করেছে সে। দিগন্তিকা জানিয়েছে, , মাস্কটির প্রোটোটাইপ তৈরি করতে সাত থেকে আটদিন টানা লেগেছিল এই মাস্কের দুটো কাজ। এক, ভাইরাস ধ্বংস করা । দুই, বাতাসের ধুলোবালি, জীবাণু পরিশোধন করে বিশুদ্ধ অক্সিজেন শরীরে ঢোকানো। পাশাপাশি সে আরও জানায়, ‘‘আমার খুব ভাল লাগছে এটা জানতে পেরে যে আমার তৈরি ভাইরাস প্রতিরোধক মাস্ককে গুগ্‌ল আর্টস অ্যান্ড কালচার বিশ্বের সেরা ১০টি অনুপ্রেরণামূলক ডিজাইনের মধ্যে স্থান দিয়েছে।”

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version