Wednesday, May 7, 2025

টিকা পাঠায়নি কেন্দ্র, ঘাটতি মেটাতে টিকা প্রস্তুতকারক সংস্থাগুলি থেকে টিকা কিনল রাজ্য

Date:

ভোটের পরই বিনামূল্যে রাজ্যবাসীকে ভ্যাকসিন দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই প্রতিশ্রুতি মত একাধিকবার কেন্দ্রের কাছে টিকার পাঠানোর আর্জি চেয়ে চিঠি পাঠানোর পরও কাজ হয়নি। তাই শেষমেশ রাজ্যের কোষাগারের টাকা খরচ করে বিভিন্ন সংস্থাগুলি থেকে ৫ লক্ষ কোভিড টিকা কেনার বরাত দেওয়া হয়েছিল। তারমধ্যে রবিবার সকালে কলকাতা বিমানবন্দরে ২ লক্ষ কোভ্যাক্সিন এসে পৌঁছেছে। কোষাগার থেকে মোটা অংকের অর্থ খরচ করে এই ভ্যাকসিন কিনল রাজ্য। টিকার সঙ্কট মেটাতে গড়ে ভায়াল পিছু ৫০০ টাকা দামে কোভ্যাক্সিন কিনল রাজ্য সরকার।
রবিবার সকাল ৮টা নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমানে কোভ্যাক্সিন কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয়। সেখান থেকে পুলিশি নজরদারিতে ভ্যাকসিনগুলিকে বাগবাজার সেন্ট্রাল মেডিকাল স্টোরে পাঠানো হয়। সেখান থেকে আজই ভ্যকসিনগুলি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার সরকারি স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে। এরফলে রাজ্যে টিকার ঘাটতি খানিকটা হলেও মুকুব করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে ।
মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেওয়ার পরই টিকা প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক ও সেরাম ইনস্টিটিউটকে চিঠি লেখেন স্বাস্থ্যদফতরের প্রধান সচিব নারায়ণস্বরূপ নিগম। চিঠিতে জানানো হয়, রাজ্যে সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে ৫ লক্ষ কোভিড টিকা মজুত করার পরও অন্যান্য টিকা রাখার যথেষ্ট জায়গা থাকবে। তাছাড়া রাজ্য ইতিমধ্যে কোল্ড চেন তৈরি করে ফেলেছে। যার মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাতারাতি টিকা পৌঁছে দেওয়া যাবে। আর আজই রাজ্যে এসে পৌঁছল লক্ষাধিক কোভ্যাক্সিন।

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version