Sunday, August 24, 2025

টিকা পাঠায়নি কেন্দ্র, ঘাটতি মেটাতে টিকা প্রস্তুতকারক সংস্থাগুলি থেকে টিকা কিনল রাজ্য

Date:

ভোটের পরই বিনামূল্যে রাজ্যবাসীকে ভ্যাকসিন দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই প্রতিশ্রুতি মত একাধিকবার কেন্দ্রের কাছে টিকার পাঠানোর আর্জি চেয়ে চিঠি পাঠানোর পরও কাজ হয়নি। তাই শেষমেশ রাজ্যের কোষাগারের টাকা খরচ করে বিভিন্ন সংস্থাগুলি থেকে ৫ লক্ষ কোভিড টিকা কেনার বরাত দেওয়া হয়েছিল। তারমধ্যে রবিবার সকালে কলকাতা বিমানবন্দরে ২ লক্ষ কোভ্যাক্সিন এসে পৌঁছেছে। কোষাগার থেকে মোটা অংকের অর্থ খরচ করে এই ভ্যাকসিন কিনল রাজ্য। টিকার সঙ্কট মেটাতে গড়ে ভায়াল পিছু ৫০০ টাকা দামে কোভ্যাক্সিন কিনল রাজ্য সরকার।
রবিবার সকাল ৮টা নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমানে কোভ্যাক্সিন কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয়। সেখান থেকে পুলিশি নজরদারিতে ভ্যাকসিনগুলিকে বাগবাজার সেন্ট্রাল মেডিকাল স্টোরে পাঠানো হয়। সেখান থেকে আজই ভ্যকসিনগুলি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার সরকারি স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে। এরফলে রাজ্যে টিকার ঘাটতি খানিকটা হলেও মুকুব করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে ।
মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেওয়ার পরই টিকা প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক ও সেরাম ইনস্টিটিউটকে চিঠি লেখেন স্বাস্থ্যদফতরের প্রধান সচিব নারায়ণস্বরূপ নিগম। চিঠিতে জানানো হয়, রাজ্যে সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে ৫ লক্ষ কোভিড টিকা মজুত করার পরও অন্যান্য টিকা রাখার যথেষ্ট জায়গা থাকবে। তাছাড়া রাজ্য ইতিমধ্যে কোল্ড চেন তৈরি করে ফেলেছে। যার মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাতারাতি টিকা পৌঁছে দেওয়া যাবে। আর আজই রাজ্যে এসে পৌঁছল লক্ষাধিক কোভ্যাক্সিন।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version