জোড়াসাঁকো থেকে বিধানসভা- অনাড়ম্বরে পালিত রবীন্দ্রজয়ন্তী

রবিবারেই রবি ঠাকুরের ১৬০-তম জন্মবার্ষিকী। প্রতি বছর গানে-কবিতা-স্মৃতিকথায় জোড়াসাঁকো চত্বরে পালিত বিশ্বকবির জন্মদিন। কিন্তু করোনা আবহে সেই প্রভাতী অনুষ্ঠান বন্ধ। তার বদলে খুব স্বল্প আয়োজনে পালিত হয় রবীন্দ্রজয়ন্তী। এদিন জোড়াসাঁকোয় গিয়ে শ্রদ্ধা জানান ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কবিগুরুর মূর্তিতে মালা দেন তিনি এর আগে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী (Sabyasachi Basu Roychowdgury) রবীন্দ্রনাথের জন্মকক্ষ ও প্রয়াণ কক্ষে গিয়ে শ্রদ্ধা জানান।

বিধানসভাতেও অনাড়ম্বর রবীন্দ্রজয়ন্তী পালন হয়। বিধানসভায় রবীন্দ্রনাথের ছবিতে মালা দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। ছিলেন বিধানসভার কর্মীরা।

আরও পড়ুন:করোনা পরিস্থিতি উদ্বেগজনক, বারবার স্যানিটাইজার ব্যবহার করা কি উচিত? কী জানাচ্ছে WHO

Advt

Previous articleকরোনা পরিস্থিতি উদ্বেগজনক, বারবার স্যানিটাইজার ব্যবহার করা কি উচিত? কী জানাচ্ছে WHO
Next articleধনেখালিতে স্থানীয় পুলিশের সঙ্গে দুর্ব্যবহার কেন্দ্রীয় প্রতিনিধি দলের!