Friday, August 22, 2025

সম্পূর্ণ লকডাউন নয়, কিন্তু লকডাউনের মতোই আচরণ করুন: বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

বরাবরই তিনি বলে এসেছেন, তিনি লকডাউনের বিরোধী। কিন্তু ক্রমশ বাড়তে থাকা করোনা সংক্রমণ রুখতে সোমবার নবান্ন সভাঘরে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি বললেন, সম্পূর্ণ লকডাউন (Lockdown) নয়, কিন্তু লকডাউনের মতোই আচরণ করুন।

মন্ত্রিসভার শপথ নেওয়ার পর নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তাদের পক্ষে দিপঞ্জন আদেশ দেওয়ার জন্য তিনি প্রথমেই ধন্যবাদ জানান বাংলার মানুষকে। বলেন, ‘‘তৃতীয়বার ক্ষমতায় আনার জন্য মা, মাটি,মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা মানুষের প্রতি কৃতজ্ঞ। এই রায় শান্তি, সম্প্রীতি, উন্নয়ন, সংহতির রায়”।

রাজ্যের কোভিড (Covid) পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এখনই লকডাউন হচ্ছে না। কিন্তু লকডাউনের ঘোষণা না করে, লকডাউনের মতো আচরণ করতে হবে সাধারণ মানুষকে। ঘোষিত লকডাউন হলে, সাধারণ মানুষের অসুবিধা হবে। এই মাসে কোভিড পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক থাকবে বলে সচেতন করেন মমতা।

কোভিড মোকাবিলা সরকারের অগ্রাধিকার। মেডিক্যাল কলেজগুলিতে অক্সিজেন (Oxygen) সেন্টার তৈরি করার আবেদন জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি, করোনা মোকাবিলায় অর্থ সাহায্যের জন্য বণিকসভা গুলিকে এগিয়ে আসার অনুরোধ জানান মমতা।

সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। বলেন, কেন্দ্রীয় সরকার টাকা দিয়ে সাহায্য করছে না। টিকা দিয়েও সাহায্য করছে না। তিন কোটি টিকা চেয়ে পাওয়া গিয়েছে মাত্র ১ লক্ষ।

মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যে সকলকে বিনামূল্যে টিকাকরণের কাজ শুরু হবে। বেসরকারি হাসপাতালগুলিকে ১ কোটি টিকা দেওয়া হবে। তৎপরতার সঙ্গে কোভিড পরিস্থিতি মোকাবিলা করবে রাজ্য।

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version