Saturday, November 8, 2025

পশ্চিমবঙ্গ বিধানসভার ( West Bengal assembly) নতুন ডেপুটি স্পিকার হচ্ছেন প্রবীণ তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। গতবার তিনি মন্ত্রী ছিলেন। এবার তাঁকে মন্ত্রিসভায় না এনে পরিষদীয় দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে আশিসবাবুই বিধানসভার অধিবেশন সামলাবেন। সোমবার মন্ত্রিসভার শপথগ্রহণের পর নবান্ন থেকে একাধিক পরিষদীয় পদের দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, গতবারের মতই এবারও সরকারপক্ষের মুখ্যসচেতকের দায়িত্ব পালন করবেন বিধায়ক নির্মল ঘোষ। তাঁর পদটি পূর্ণমন্ত্রীর সমমর্যাদার হবে। অন্যদিকে গতবার মন্ত্রী হলেও এবার মন্ত্রিসভায় নেই বিধায়ক তাপস রায়। তাঁকে বিধানসভার উপমুখ্যসচেতক করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, তাপস রায়ের পদটি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর সমতুল্য হবে। এছাড়া পার্থ ভৌমিককে প্রতিমন্ত্রীর সমতুল্য পরিষদীয় পদ দেওয়ার ঘোষণা করেন মমতা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিধানসভার প্রবীণ বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী আবদুল করিম চৌধুরীকে তিনি বিধানসভার অ্যাডিশনাল ডেপুটি স্পিকার করতে চান। মমতার কথায়, এটা যদি আইনগতভাবে করা যায় এবং স্পিকার যদি অনুমতি দেন তাহলে করিম চৌধুরীকে এই পদটি দিতে চাই।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version