Sunday, May 4, 2025

টিকানীতি নিয়ে বিচারব্যবস্থার হস্তক্ষেপ অবাঞ্ছিত, সুপ্রিম কোর্টে বলল কেন্দ্র

Date:

করোনা অতিমারি পরিস্থিতিতে দেশের সব মানুষের জন্য অভিন্ন টিকানীতি (vaccine policy) চালু করার দাবিতে যখন কেন্দ্রের উপর চাপ বাড়াচ্ছে দেশের রাজ্য সরকার ও বিরোধী দলগুলি, তখনও সুপ্রিম কোর্টে (supreme court) নিজেদের অবস্থানে অনড় মোদি সরকার (modi govt.)। দেশের মানুষের জীবন বাঁচাতে কোভিড ভ্যাকসিন বা টিকা নিখরচায় সাধারণ মানুষকে দেওয়ার পক্ষপাতী সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই বিচারপতিরা প্রশ্ন তুলেছেন, স্মল পক্স বা পোলিওর টিকা সবাইকে দেওয়া গেলে করোনা টিকা দেওয়ার ক্ষেত্রে কেন একই পথ অনুসরণ করবে না কেন্দ্র? কেন্দ্রের টিকানীতির বিরুদ্ধে বৈষম্য ও উদাসীনতার সাধারণতন্ত্র অভিযোগ তুলে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এই অভূতপূর্ব পরিস্থিতিতেও কেন্দ্রের ঢিলেঢালা মনোভাবে ক্ষোভ প্রকাশ করেছে আদালতও। এই সম্মিলিত চাপের মুখে টিকানীতি নিয়ে ফের নিজেদের অবস্থানে অনড় থেকে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল। সেখানে বলা হয়েছে, দেশের টিকানীতি কী হবে তা ঠিক করবে কেন্দ্র সরকার। এই কাজে বিচারব্যবস্থার (judiciary) হস্তক্ষেপ (interference) কাম্য নয়।
প্রসঙ্গত, কেন্দ্রের টিকানীতির তীব্র সমালোচনা করে বিরোধীরা প্রশ্ন তুলেছেন, দেশের নাগরিকদের অগ্রাধিকার না দিয়ে বিদেশে কেন টিকা রফতানি করা হল? দামের ফারাক, টিকাকরণের ধীর গতি, টিকার কম জোগান নিয়েও এই মুহূর্তে কাঠগড়ায় মোদি সরকার (Modi Govt)। দেশজোড়া সমালোচনা সত্ত্বেও সুপ্রিম কোর্টে (Supreme Court) বর্তমান টিকানীতির পক্ষেই সওয়াল করেছে কেন্দ্র। হলফনামা দিয়ে সরকার জানিয়েছে, টিকাকরণে বিচারবিভাগীয় হস্তক্ষেপ কাম্য নয়। এতে অপ্রত্যাশিত ও অপ্রয়োজনীয় পরিস্থিতি তৈরি হতে পারে। হলফনামায় কেন্দ্র জানাল, বিশ্ব মহামারির সময় বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের মতামতের উপর নির্ভর করে নির্ধারিত হয় দেশের কৌশল। তাই বিচারবিভাগীয় হস্তক্ষেপ নিষ্প্রয়োজন। অর্থবহ ও উচ্চাশাবশত বিচারব্যবস্থার হস্তক্ষেপে তৈরি হতে পারে অপ্রত্যাশিত ও অনিচ্ছাকৃত পরিস্থিতি। বিশেষজ্ঞের পরামর্শ ও প্রশাসনিক অভিজ্ঞতা ছাড়া এধরনের কাজ করা যায় না বলে আদালতকে মনে করিয়ে দিয়েছে সরকার। ভ্যাকসিনের (COVID Vaccine) দামের ফারাক নিয়ে গত সপ্তাহে কেন্দ্রকে বিবেচনা করতে বলেছিল শীর্ষ আদালত (apex court)। সংবিধানের ১৪ ও ২১ ধারা মনে করিয়ে দিয়েছিল সরকারকে। অথচ এরপরেও টিকার দামের ফারাক নিয়ে কেন্দ্রের দাবি, কোভিড প্রতিষেধকের দাম আয়ত্তের মধ্যে রয়েছে।
https://www.youtube.com/watch?v=-LcyBvNfc08&feature=youtu.be

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version