Saturday, November 8, 2025

ঘরে পালন করুন ধর্মীয় অনুষ্ঠান: কোভিড পরিস্থিতিতে সর্বধর্ম বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

রাজ্যজুড়ে চোখ রাঙাচ্ছে নভেল করোনাভাইরাস। এমন অবস্থায় ধর্মীয় অনুষ্ঠানে আনন্দ করতে গিয়ে যেন অসুখ না ছড়ায়। সর্বধর্ম বৈঠকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

করোনা আবহে এবার ঈদের মুখে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাড় দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বৈঠকে জানান, ৫০ জনকে নিয়ে এই অনুষ্ঠান করা যাবে। তবে, করোনাভাইরাসের কথা মাথায় রেখে এবার রেড রোডে ঈদের নমাজ পাঠ করা হবে না। ঈদে বাড়িতে বসেই প্রার্থনা করার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-নারী ক্ষমতায়ন: মন্ত্রিসভায় মমতা-সহ মহিলার সংখ্যা ৯

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “লকডাউনের মতো কড়া বিধি দরকার। সম্পূর্ণ লকডাউন নয়, কিন্তু লকডাউনের মতোই আচরণ করুন। একদম লকডাউন করলে লোকে খেতে পাবে না।’ মমতা আরও বলেন, ‘সকলকে কোভিড নির্দেশ কড়া ভাবে মেনে চলতে হবে। এবার কোভিড বেশি হচ্ছে, সংক্রমণের হারও বেশি।’উল্লেখ্য,পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তবে এখনও রাজ্যে সম্পূর্ণ লকডাউন চালু করা হয়নি। তবে, লোকাল ট্রেন পরিষেবা ১৪ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। মেট্রোর সংখ্যা কমানো হয়েছে। পাশাপাশি জিম, স্পোর্টস কমপ্লেক্স, সিনেমা হল, রেস্তরাঁ, বার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এরসঙ্গে বাজার খোলার সময়ও নির্দিষ্ট করা হয়েছে।

তিনি আরও বলেন,”তৃতীয়বার ক্ষমতায় আনার জন্য মা, মাটি,মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা মানুষের প্রতি কৃতজ্ঞ। এই রায় শান্তি, সম্প্রীতি, উন্নয়ন, সংহতির রায়”।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version