Wednesday, May 14, 2025

মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই অসমে ‘লাভ জেহাদ’ বন্ধের হুঁশিয়ারি হিমন্ত বিশ্ব শর্মার

Date:

দীর্ঘ টালবাহানার পর রবিবার স্পষ্ট হয়ে গিয়েছিল অসমের মুখ্যমন্ত্রী হতে চলেছেন হিমন্ত বিশ্ব শর্মা(Hemant Vishwa Sharma)। সোমবার রাজভবনে মুখ্যমন্ত্রী(chief minister) হিসেবে শপথ নেওয়ার পর বড় ঘোষণা করলেন নয়া মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যে লাভ জেহাদ ও জমি জেহাদের(land jihad) বিরুদ্ধে কাজ করবে তার সরকার। তবে দেশ তথা রাজ্যজুড়ে করোনা পরিস্থিতি যখন ভয়াবহ আকার নিয়েছে, সেই সময় মূল সমস্যাকে সাইডলাইনে রেখে কট্টর হিন্দুত্বের রাস্তা ধরে লাভ জেহাদ(love jihad) নিয়ে এহেন হুঙ্কার স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে।

সোমবার রাজভবনে অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হিমন্ত বিশ্ব শর্মা জানান, আগামী মঙ্গলবার হবে অসমের বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক। পাশাপাশি তিনি জানান, নির্বাচনী ইস্তেহারে বিজেপির তরফে যে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সবটা পালন করবে সরকার। লাভ জেহাদ ও জমি জেহাদের বিরুদ্ধে রাজ্যে নতুন আইন আনার কথাও বলেন তিনি।

আরও পড়ুন:কংগ্রেস সভাপতি নির্বাচন হতে পারে ২৩ জুন, ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত

পাশাপাশি করোনা সংকট সামাল দিতে অসম সরকারের ভূমিকা কী হবে সে প্রসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই মুহূর্তে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৫ হাজারের কাছাকাছি। পরিস্থিতি সামাল দেওয়ার আমরা যথাসাধ্য চেষ্টা করব প্রথম ক্যাবিনেট বৈঠকেই এ বিষয়ে আমাদের আলোচনা হবে। উল্লেখ্য, অসমে বিজেপির জয়লাভের পর মুখ্যমন্ত্রী পদ নিয়ে দীর্ঘ টালবাহানার চলছিল এই রাজ্যে। সর্বানন্দ সোনোয়ালকে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করা হবে নাকি এই পদে আনা হবে হিমন্ত বিশ্ব শর্মাকে তা নিয়ে গত সাতদিন ধরে দীর্ঘ টালবাহানার চলে। সবশেষে হিমন্ত বিশ্ব শর্মা সীলমোহর দেয় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। এরপর সোমবার অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি।

Related articles

আজ সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে ডিএ মামলার শুনানি

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ (DA )মামলার শুনানি হতে চলেছে। গত আড়াই বছরে...

সেনার স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ! পাক কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ বিদেশমন্ত্রকের 

ভারত- পাকিস্তান সংঘর্ষ বিরতির (cease fire) মাঝে এবার কূটনৈতিক দিক থেকে ইসলামাবাদ আর নয়াদিল্লির মধ্যে বাড়ছে টানটান উত্তেজনা।...

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...
Exit mobile version