Tuesday, August 26, 2025

মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই অসমে ‘লাভ জেহাদ’ বন্ধের হুঁশিয়ারি হিমন্ত বিশ্ব শর্মার

Date:

দীর্ঘ টালবাহানার পর রবিবার স্পষ্ট হয়ে গিয়েছিল অসমের মুখ্যমন্ত্রী হতে চলেছেন হিমন্ত বিশ্ব শর্মা(Hemant Vishwa Sharma)। সোমবার রাজভবনে মুখ্যমন্ত্রী(chief minister) হিসেবে শপথ নেওয়ার পর বড় ঘোষণা করলেন নয়া মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যে লাভ জেহাদ ও জমি জেহাদের(land jihad) বিরুদ্ধে কাজ করবে তার সরকার। তবে দেশ তথা রাজ্যজুড়ে করোনা পরিস্থিতি যখন ভয়াবহ আকার নিয়েছে, সেই সময় মূল সমস্যাকে সাইডলাইনে রেখে কট্টর হিন্দুত্বের রাস্তা ধরে লাভ জেহাদ(love jihad) নিয়ে এহেন হুঙ্কার স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে।

সোমবার রাজভবনে অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হিমন্ত বিশ্ব শর্মা জানান, আগামী মঙ্গলবার হবে অসমের বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক। পাশাপাশি তিনি জানান, নির্বাচনী ইস্তেহারে বিজেপির তরফে যে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সবটা পালন করবে সরকার। লাভ জেহাদ ও জমি জেহাদের বিরুদ্ধে রাজ্যে নতুন আইন আনার কথাও বলেন তিনি।

আরও পড়ুন:কংগ্রেস সভাপতি নির্বাচন হতে পারে ২৩ জুন, ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত

পাশাপাশি করোনা সংকট সামাল দিতে অসম সরকারের ভূমিকা কী হবে সে প্রসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই মুহূর্তে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৫ হাজারের কাছাকাছি। পরিস্থিতি সামাল দেওয়ার আমরা যথাসাধ্য চেষ্টা করব প্রথম ক্যাবিনেট বৈঠকেই এ বিষয়ে আমাদের আলোচনা হবে। উল্লেখ্য, অসমে বিজেপির জয়লাভের পর মুখ্যমন্ত্রী পদ নিয়ে দীর্ঘ টালবাহানার চলছিল এই রাজ্যে। সর্বানন্দ সোনোয়ালকে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করা হবে নাকি এই পদে আনা হবে হিমন্ত বিশ্ব শর্মাকে তা নিয়ে গত সাতদিন ধরে দীর্ঘ টালবাহানার চলে। সবশেষে হিমন্ত বিশ্ব শর্মা সীলমোহর দেয় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। এরপর সোমবার অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি।

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version