Sunday, November 9, 2025

মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই অসমে ‘লাভ জেহাদ’ বন্ধের হুঁশিয়ারি হিমন্ত বিশ্ব শর্মার

Date:

দীর্ঘ টালবাহানার পর রবিবার স্পষ্ট হয়ে গিয়েছিল অসমের মুখ্যমন্ত্রী হতে চলেছেন হিমন্ত বিশ্ব শর্মা(Hemant Vishwa Sharma)। সোমবার রাজভবনে মুখ্যমন্ত্রী(chief minister) হিসেবে শপথ নেওয়ার পর বড় ঘোষণা করলেন নয়া মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যে লাভ জেহাদ ও জমি জেহাদের(land jihad) বিরুদ্ধে কাজ করবে তার সরকার। তবে দেশ তথা রাজ্যজুড়ে করোনা পরিস্থিতি যখন ভয়াবহ আকার নিয়েছে, সেই সময় মূল সমস্যাকে সাইডলাইনে রেখে কট্টর হিন্দুত্বের রাস্তা ধরে লাভ জেহাদ(love jihad) নিয়ে এহেন হুঙ্কার স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে।

সোমবার রাজভবনে অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হিমন্ত বিশ্ব শর্মা জানান, আগামী মঙ্গলবার হবে অসমের বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক। পাশাপাশি তিনি জানান, নির্বাচনী ইস্তেহারে বিজেপির তরফে যে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সবটা পালন করবে সরকার। লাভ জেহাদ ও জমি জেহাদের বিরুদ্ধে রাজ্যে নতুন আইন আনার কথাও বলেন তিনি।

আরও পড়ুন:কংগ্রেস সভাপতি নির্বাচন হতে পারে ২৩ জুন, ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত

পাশাপাশি করোনা সংকট সামাল দিতে অসম সরকারের ভূমিকা কী হবে সে প্রসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই মুহূর্তে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৫ হাজারের কাছাকাছি। পরিস্থিতি সামাল দেওয়ার আমরা যথাসাধ্য চেষ্টা করব প্রথম ক্যাবিনেট বৈঠকেই এ বিষয়ে আমাদের আলোচনা হবে। উল্লেখ্য, অসমে বিজেপির জয়লাভের পর মুখ্যমন্ত্রী পদ নিয়ে দীর্ঘ টালবাহানার চলছিল এই রাজ্যে। সর্বানন্দ সোনোয়ালকে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করা হবে নাকি এই পদে আনা হবে হিমন্ত বিশ্ব শর্মাকে তা নিয়ে গত সাতদিন ধরে দীর্ঘ টালবাহানার চলে। সবশেষে হিমন্ত বিশ্ব শর্মা সীলমোহর দেয় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। এরপর সোমবার অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version