Sunday, August 24, 2025

‘বাংলায় কেন শূন্য হলো?’ প্রদেশ কংগ্রেসের কৈফিয়ত তলব সোনিয়া গান্ধীর

Date:

বাংলায় বিরোধী দল ছিলো কংগ্রেস ৷ সেখান থেকে এবার কংগ্রেস-শূন্য বিধানসভা৷ কেন এমন হলো, প্রদেশ নেতাদের (WBPCC) কাছে কৈফিয়ত তলব করেছেন কংগ্রেসের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)৷ এই পরাজয়ের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে প্রদেশ কংগ্রেসকে৷

সদ্যসমাপ্ত ৫ রাজ্যের বিধানসভা ভোটে কংগ্রেসের (Congress) ভরাডুবি (congress setback) নিয়ে সোমবার সরব হলেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)৷ সোমবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির (CWC Meeting) সোনিয়া গান্ধী বলেছেন, “এই নির্বাচন নিয়ে বিস্তৃত আলোচনার প্রয়োজন রয়েছে”৷ বৈঠকে সোনিয়ার মন্তব্য, “আমাদের এই পরাজয় কেন হল, তা গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে৷” পাঁচ রাজ্যের দলীয় নেতৃত্বের কাছে এর ব্যাখ্য চেয়েছেন সোনিয়া৷

আরও পড়ুন-ঢোঁক গিললেন মুকুল, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুই

একইসঙ্গে কংগ্রেস সভাপতি পদে নির্বাচন নিয়ে আলোচনা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।
কংগ্রেসের ওয়ার্কিং কমিটির এদিনের বৈঠকে সোনিয়া বলেছেন, “দলের এই পরাজয় কেন হল, তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে একটা ছোট কমিটি তৈরি করা হচ্ছে৷ ওই কমিটি সব কিছু খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট দেবে”। সোনিয়া বলেছেন, “অসম ও কেরলে কেন আমরা ব্যর্থ হয়েছি, তা বুঝতে হবে। পশ্চিমবঙ্গে (WB) কেন আমরা শূন্য পেলাম, তার কারন খুঁজে বার করতে হবে। আমরা যদি বাস্তবের মুখোমুখি না হয়ে এই পরাজয়ের পর্যালোচনা করি, তাহলে সঠিক ছবি কিছুতেই সামনে আসবেনা”৷ ৫ রাজ্যের দায়িত্বে থাকা কংগ্রেস নেতাদের কাছে এভাবে দলের ভরাডুবি নিয়ে ব্যাখ্যা তলব করার সিদ্ধান্তকে সোনিয়ার কঠোর মনোভাব প্রদর্শন বলেই মন্তব্য করেছে রাজনৈতিক মহল৷ একইসঙ্গে, দেশে করোনা পরিস্থিতিতে ফের এদিন কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হন সোনিয়া। আগেও দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করেছিলেন সোনিয়া। এই পরিস্থিতিতে সরকারের সর্বদল বৈঠক ডাকা জরুরি বলে মত প্রকাশ করেছেন সোনিয়া গান্ধী।

Related articles

রবির দুপুরে ব্যাহত এয়ারটেল পরিষেবা, বিপাকে গ্রাহকরা

ছুটির দুপুরে সমস্যায় পড়লেন এয়ারটেল (Airtel Telecom) টেলিকম গ্রাহকরা। বেশ কয়েক ঘণ্টার জন্য দেশজুড়ে ব্যাহত হল পরিষেবা। বন্ধ...

মোদির মঞ্চ আলো করে দলবদলুরা! বিজেপিকে কেন ভোট দেবে মানুষ: দিলীপ ঘোষ

প্রধানমন্ত্রীর মঞ্চে কারা ছিলেন, ভালো করে দেখবেন সবকটা দলবদলু। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), তাপস রায়, অর্জুন সিং (Arjun...

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ...

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...
Exit mobile version