Sunday, November 9, 2025

আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে গিয়ে হামলার মুখে পড়েছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিবাজার এলাকায় এই হামলার ঘটনাটি ঘটে সোমবার। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ৪৮ ঘণ্টার মধ্যে ওই ঘটনার রিপোর্ট তলব করলেন।ত্রিপুরার সিপিএম নেতৃত্বের অভিযোগ, সম্প্রতি শান্তিবাজার এলাকায় সিপিএম কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায় বিজেপি। তাতে কয়েকজন আক্রান্তও হন। সেই খবর পেয়ে সোমবার ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শান্তিবাজারে দলীয় সমর্থকদের বাড়িতে যায় সিপিআইএমের একটি প্রতিনিধিদল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ছিলেন উপ-বিরোধী দলনেতা বাদল চৌধুরী-সহ অন্যান্য নেতারা। যাওয়ার পথে হামলার মুখে পড়েন তাঁরা। অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকরা সিপিএম নেতাদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে। সিপিএমের অভিযোগ, গন্ডগোলের সময় নিষ্ক্রিয় ছিল পুলিশ।


প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জানিয়েছেন , সিপিআইএমের প্রতিনিধিদল যে ওই এলাকায় যাবে, সেটা আগেভাগেই রাজ্য পুলিশের ডিজিকে জানানো হয়েছিল। কিন্তু কোন‌ও ব্যবস্থা গ্রহণ করা হয়নি পুলিশের তরফে।  তিনি বলেন, ‘এটা পূর্ব-পরিকল্পিত হামলা। রাজ্য নেতাদের মদত ছাড়া এটা সম্ভব ছিল না। রাজ্যে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। যত দিন যাচ্ছে, তত সিপিআইএম কর্মীদের উপর হামলা বাড়ছে।’ বিজেপির মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, ‘ওই ঘটনার সঙ্গে বিজেপির যোগ নেই। মানিকবাবু চিটফান্ডা সংস্থার মদত করেছিলেন, তাই ক্ষতিগ্রস্ত মানুষরা বিক্ষোভ দেখিয়েছে।’ গণরোষ বলে তিনি দায় সারলেও মঙ্গলবাই কড়া পদক্ষেপ নিলেন বিপ্লব দেব। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওই ঘটনার রিপোর্ট তলব করেছে তাঁর দফতর।

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version