Saturday, November 15, 2025

করোনার সেকেন্ড ওয়েভে তরুণ প্রজন্ম বেশি আক্রান্ত, কেন? কী বলছে আইসিএমআর?

Date:

দেশজুড়ে করোনা দ্বিতীয় ঢেউতে ( second wave of Corona)বেশি আক্রান্ত হয়েছে তরুণ প্রজন্ম (more affected young generation)। মৃত্যুর হারও নবীন প্রজন্মের মধ্যেই বেশি। এর কারণ কী? ব্যাখ্যা দিয়েছে আইসিএমআর। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (ICMR) প্রধান ড. বলরাম ভার্গব(Dr Balram Bhargava) জানিয়েছেন, সারাদেশেই এবার এই প্রবণতা লক্ষ্য করা গেছে। এর পিছনে রয়েছে মূলত দুটি কারণ। প্রথমত, অল্প বয়সীরা বেশ উদ্ধত এবং উত্‍শৃঙ্খলভাবে করোনাকে পাত্তা দেয়নি। নিয়মিত মাস্ক পরার প্রয়োজন মনে করোনি। মাস্ক ছাড়াই জমায়েত বা পার্টিতে ব্যস্ত ছিল । দ্বিতীয়ত, তরুণ প্রজন্মের সংখ্যাগরিষ্ঠই করোনা বিধিকে ঠিক ভাবে মেনে চলার প্রয়োজন বোধ করেনি। ফলে করোনার প্রথম তরঙ্গ তেমন প্রভাব না ফেললেও দ্বিতীয় তরঙ্গে এর প্রভাব বেশ ভালই পড়েছে। কারণ প্রথম তরঙ্গের তুলনায় দ্বিতীয়টি অনেক বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর।

ICMR-এর প্রধান আরও জানিয়েছেন, কোভিড১৯ এর প্রথম ও দ্বিতীয় তরঙ্গের যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে বয়সের তেমন পার্থক্য নেই। ৪০ বছরের বেশি বয়সিদের করোনার প্রভাব বেশ ঝুঁকিপূর্ণ। কেন্দ্রের তথ্য অনুসারে, বয়সের নিরিখে প্রথম দিকে এ বিষয়টিতে কেন্দ্র সরকারও গুরুত্ব দেয়নি। মারণ ভাইরাস যে কোনও বয়সের সীমা মানে না তা বলাই বাহুল্য। ২০২০ সালের করোনার প্রথম ঢেউ আছড়ে পড়ার সময় দেখা গিয়েছিল আক্রান্তদের ৩১ শতাংশের বয়স ৩০ বছরের কম। আর ২০২১ সালে সেই সংখ্যা হয়েছে ৩২ শতাংশ।

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...
Exit mobile version