Friday, August 22, 2025

অক্সিজেনের সমস্যা মেটাতে কম দামের অক্সিজেন কনসেনট্রেটর বানিয়ে তাক লাগালেন NIT দুর্গাপুরের অধ্যাপক

Date:

দেশজুড়ে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার ফলে হাসপাতালে বাড়ছে বেডের আকাল। জোগান নেই পর্যাপ্ত অক্সিজেনের। এই করোনা সংকটকালে করোনা আক্রান্তদের ভরসা অক্সিজেন কনসেনট্রেটর। এবারে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একেবারে কম দামের পোর্টেবল অক্সিজেন কনসেনট্রেটর বানিয়ে তাক লাগিয়ে দিলেন দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শিবেন্দু শেখর রায়।

আরও পড়ুন-করোনার জের, পিছিয়ে যেতে পারে উচ্চ মাধ্যমিক, ইঙ্গিত সংসদের

অধ্য়াপক শিবেন্দু শেখর রায় জানাচ্ছেন, পোর্টেবল অক্সিজেন কনসেনট্রেটরটির নাম দেওয়া হয়েছে প্রাণায়াম। তাঁর দাবি, এই কনসেনট্রেটরটি খুব সহজেই বাড়িতে ব্যবহার করা যাবে। অধ্যাপক জানিয়েছেন, ৩-৫ মিনিটের মধ্যেই ৯২ থেকে ৯৪ শতাংশ অক্সিজেন সরবরাহ করতে পারে এই মেশিন। চিকিৎসকের পরামর্শে রোগীর প্রয়োজন মত মেশিনের রেগুলেটর ঘুরিয়ে লিটার প্রতি মিনিট করে দিলেই হবে। বিদ্যুৎ না থাকলেও এটি ব্যাটারির সাহায্যে চালানো যাবে। যদিও এই মেশিনটি বিদ্যুৎ চালিত। যাদের পক্ষে এই মেশিন কেনা সম্ভব নয় তারা ঘণ্টা হিসাবে ভাড়া নিয়েও ব্যবহার করতে পারেন।

শিবেন্দু জানিয়েছেন, এই মেশিনের দাম হবে ৩০ হাজার টাকা। ইতিমধ্যেই মুম্বই ও বেঙ্গালুরু-সহ আরও কয়েকটি জায়গা থেকে একাধিক সংস্থা এই অক্সিজেন কনসেনট্রেটরের প্রযুক্তি নেওয়ার জন্য যোগাযোগ করছে তাঁর সঙ্গে। ইতিমধ্যেই হাওড়া জেলার সঞ্জীবনী হাসপাতাল-এ এই মেশিন ব্যবহার করা শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অধ্যাপক জানিয়েছেন, গত বছর করোনার প্রথম ঢেউয়ের সময় যখন অক্সিজেন সংকট দেখা দিয়েছিল সেই সময় এই পোর্টেবল অক্সিজেন কনসেনট্রেটর তৈরি করার কথা ভাবেন শিবেন্দু শেখর রায়।

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version