Wednesday, August 27, 2025

আব্বাস সিদ্দিকি ব্যাগ গুছিয়ে রেখেছেন তো? কটাক্ষের প্রশ্ন ত্বহার

Date:

বিধানসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে জোট বেঁধেছিল বাম-কংগ্রেস। তারপর তাতে যোগ দেয় আইএসএফ (Isf); যা প্রতিষ্ঠা করেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui)। একজন পীরজাদার সরাসরি রাজনীতিতে যোগদান নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়েছিলেন আরেক পীরজাদা ত্বহা সিদ্দিকি (Twaha Siddiqui)। তাঁর মত ছিল, বাংলায় সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) হাত শক্ত করা উচিত। নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গিয়েছে গোহারা হেরেছে সংযুক্ত মোর্চা। বাম-কংগ্রেস (Left-congress) একটি আসনও পায়নি। আব্বাসের আইএসএফ পেয়েছে একটি আসন। এই বিষয় নিয়ে সংবাদমাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিলেন ত্বহা সিদ্দিকি।

তিনি স্পষ্ট জানান, ফুরফুরা শরিফ ধর্মস্থান। এখানে রাজনীতির কোনও স্থান নেই। এখানকার নাম নিয়ে যাঁরা রাজনীতি করতে যাবেন, বাংলার মানুষ তাঁদের জবাব দেবেন। প্রথমেই তিনি বাংলার হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মানুষকে অভিনন্দন জানিয়েছেন সম্প্রীতি রক্ষায় ভোট দেওয়ার জন্য। নির্বাচনের আগে আব্বাস বলেছিলেন, 100 টা আসন না পেলে তিনি বাংলা ছেড়ে চলে যাবেন। সেই বিষয় নিয়ে কটাক্ষ করেন ত্বহা। প্রশ্ন তোলেন, আব্বাস ব্যাগ গুছিয়ে রেখেছেন তো?

আরও পড়ুন- নম্র, বিনয়ী হয়ে মানুষের সেবা করতে হবে, দলীয় বিধায়কদের চিঠি লিখে পরামর্শ মমতার

ত্বহা সিদ্দিকির অভিযোগ, যাঁরা আব্বাসের কথায় পথে নেমে ছিলেন, ভোটের পরে তাঁদের সঙ্গে কোনো সম্পর্ক রাখছেন না আব্বাস। এমনকী, তাঁরা আক্রমণের শিকার হলেও, আব্বাসের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ত্বহা স্পষ্ট বলেন, “বাম-কংগ্রেস হাতে স্ট্রেচার নিয়ে ঘুরছিল। আব্বাস সিদ্দিকির সঙ্গে হাত মেলানোর পরে সোজা খবরে চলে গিয়েছে।” বাংলায় সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে তৃণমূলে একমাত্র পথ বলে মন্তব্য করেন পীরজাদা ত্বহা সিদ্দিকি।

আরও পড়ুন- নম্র, বিনয়ী হয়ে মানুষের সেবা করতে হবে, দলীয় বিধায়কদের চিঠি লিখে পরামর্শ মমতার

Related articles

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...

পুজোর মেনুতে নতুন স্বাদ: বড় নির্দেশ রুফ-টপ রেস্তোঁরা নিয়ে

পুজোর মরশুম মানেই পেটপুজোর মরশুম। আর তাতে আলাদা মাত্রা যোগ করে শহরের রুফ টপ রেস্তোঁরাগুলি (roof top restaurant)।...

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...
Exit mobile version