Tuesday, August 26, 2025

বিতর্কে বেসামাল! সেন্ট্রাল ভিস্তার সামনে কেন্দ্রের নির্দেশে ‘ছবি- ভিডিও তোলা নিষিদ্ধ’ বোর্ড

Date:

সেন্ট্রাল ভিস্তা বা প্রধানমন্ত্রীর স্বপ্নের বাসভবন ঘিরে গড়ে ওঠা বিতর্কে ভীত কেন্দ্র এবার ওই সেন্ট্রাল ভিস্তার (Central vista Project) সামনে ঝুলিয়ে দিলো ‘ছবি ও ভিডিও তোলা নিষিদ্ধ’ বোর্ড (no Photography)৷ গোটা দেশ যখন করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়ছে, তখনও কেন্দ্র সেন্ট্রাল ভিস্তা প্রকল্প তৈরির কাজ চালিয়ে যাচ্ছে৷ কেন্দ্রের নির্ধারিত সূচি অনুযায়ী, সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের প্রথম যে কাজ চলছে, তা হলো প্রধানমন্ত্রীর বাসভবন তৈরি৷ আগামী বছরের মধ্যে এই বাসভবন তৈরি করতে নির্দেশ দিয়েছে মোদি সরকার৷ ওদিকে কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েই চলেছে বিরোধী শিবির৷ বিরোধীদের দাবি, এখনই বন্ধ হোক এই প্রকল্প৷ প্রকল্পের অর্থে তৈরি হোক ভ্যাকসিন, অক্সিজেন প্ল্যান্ট, ওষুধ৷ কিন্তু কেন্দ্র অনড়৷ কেন্দ্র বরং পাশাপাশি নির্দেশ দিয়েছে, প্রধানমন্ত্রীকে সুরক্ষা দেওয়ার জন্য ভিস্তায় প্রধানমন্ত্রীর বাসভবনের গায়েই বিশেষ নিরাপত্তা দলের হেডকোয়ার্টারও নির্মাণ করতে হবে একই সময়ে৷ স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তির আগেই অর্থাৎ আগস্ট মাসের আগেই সম্পূর্ণ প্রকল্প শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে।

ধারাবাহিকভাবে এই প্রকল্পের বিরোধিতা করছেন বিরোধীরা।কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করে বলেছিলেন, “সেন্ট্রাল ভিস্তা প্রকল্প হল অপরাধমূলক অপচয়। সরকারের উচিত ঔদ্ধত্ব্যকে সরিয়ে রেখে সাধারণ মানুষের জীবনের দিকে নজর দেওয়া।” দেশের বিরোধী নেতা- নেত্রীরা একযোগে মোদিকে চিঠি লিখে এই প্রকল্প তৈরির কাজ এখন বন্ধ রাখতেও বলেছেন৷

বিরোধীদের সমালোচনা বন্ধ করতে এবার সক্রিয় হলো কেন্দ্র ৷ প্রকল্পের আশেপাশের সব রাস্তা জুড়ে টাঙানো হল নতুন সাইনবোর্ড, যেখানে স্পষ্ট করে লেখা, “ছবি তোলা ও ভিডিও করা নিষিদ্ধ।” বিতর্কের ঝড় ওঠার পরই সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের (CPWD ) তরফে ইন্ডিয়া গেটের কাছে যেখানে নির্মাণকাজ চলছে, সেখানে ‘ছবি তোলা নিষিদ্ধ’ এবং ‘ভিডিও করা নিষিদ্ধ’ বোর্ড লাগানো হয়েছে৷ CPWD এর কারন ব্যাখ্যা করেনি৷

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version