Thursday, August 21, 2025

কোভিশিল্ডের দুই ডোজের মাঝের ব্যবধান ১২-১৬ সপ্তাহ, কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত সেরামের

Date:

প্রথমে ২৮ দিন থাকলেও, সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে কোভিশিল্ড টিকার(vaccine) দুটি ডোজের মাঝের সময়ের ব্যবধানের। সম্প্রতি ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ ইমিউনাইজেশন (এনটিএজিআই) তাদের প্রস্তাবে জানিয়েছে কোভিশিল্ড(Covisild) টিকার দুটি ডোজের মাঝের সময়সীমা আরও বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করলে টিকা আরো বেশি কার্যকর হবে। এনটিএজিআই(NTAGI)-এর এই প্রস্তাব ইতিমধ্যেই মেনে নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সরকারিভাবে কোভিশিল্ড টিকার দুই ডোজের মাঝের ব্যবধান এখন ১২ থেকে ১৬ সপ্তাহ। কেন্দ্রের এই সিদ্ধান্তকেই বৃহস্পতিবার স্বাগত জানালো টিকা উৎপাদনকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট।

আরও পড়ুন:FDA, WHO অনুমোদিত করোনা ভ্যাকসিনও আমদানি করা যাবে ভারতে, জানাল কেন্দ্র

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের তরফ এই প্রস্তাব মেনে নেওয়ার পর একটি টুইট করেন সংস্থার কর্ণধার আদার পুনাওয়ালা। টুইটারে তিনি লেখেন, “কোভিশিল্ড টিকার দুটি ডোজের মধ্যে বেশি সময়ের অন্তর থাকলে টিকার কার্যকারিতা যেমন বাড়বে, তেমনি শরীরের প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। দুটি ডোজের মধ্যে তিন থেকে চার মাসের ব্যবধান কতটা কার্যকরী হবে তা বিজ্ঞানসম্মতভাবে খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” উল্লেখ্য, ইতিমধ্যেই দেশের বেশিরভাগ প্রান্তে শুরু হয়ে গিয়েছে ভ্যাকসিনের আকাল। এহেন পরিস্থিতিতে অনেকেই ভ্যাকসিনের প্রথম ডোজ পাচ্ছেন না। প্রথম ডোজ পেলেও দ্বিতীয় ডোজ পাননি অনেকেই। এই পরিস্থিতিতে দুই ডোজের মাঝে অতিরিক্ত সময় বেড়ে যাওয়ার ফলে ভ্যাকসিনের আকাল কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘ এই সময়ে আরো বেশি করে ভ্যাকসিন উৎপাদনেও সুবিধা হবে বলে অনুমান বিশেষজ্ঞদের।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version