Saturday, November 8, 2025

‘কাজ নেই, টাকা নেই, পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব নিতে হবে কেন্দ্রকেই’, জানাল সুপ্রিম কোর্ট

Date:

‘কাজ নেই, টাকা নেই, কীভাবে বাঁচবে ওই শ্রমিকেরা? অন্তত কিছু সময়ের জন্য ভরণপোষণের দায়িত্ব অবশ্যই নিতে হবে কেন্দ্রকে।’ কোভিডের দ্বিতীয় ঢেউয়ে পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি ও স্বাস্থ্য নিয়ে ঠিক এওভাবেই উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের বাড়বাড়ন্তে একাধিক রাজ্য শুরু হয়েছে লকডাউন। এমতাবস্থায় একদিকে করোনা আর অন্যদিকে অর্থসঙ্কট, এই দুইয়ের মোকাবিলা করতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। তাই তাঁদের সংস্থান ও স্বাস্থ্য-এর দায়িত্ব নিক কেন্দ্র বলে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়। আজ, বৃহস্পতিবার বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এমআর শাহের বেঞ্চে এই সংক্রান্ত আবেদনের শুনানি ছিল। পরিযায়ী শ্রমিকদের কঠোর পরিস্থিতি বিবেচনা করার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছেন বিচারপতি।
গত বছর পরিযায়ী শ্রমিকদের হৃদয় বিদারক ছবি নজরে আসে। তাই দ্বিতীয় ঢেউয়ে তাঁদের অবস্থা আবার যেন আগের মত না হয়, তাই খাদ্য, শুকনো রেশন, নগদ দেওয়া ও যাতায়াত সুনিশ্চিত করে সুপ্রিম কোর্টে জরুরী হস্তক্ষেপ দাবি করে আইনজীবী প্রশান্ত ভূষণের মাধ্যমে মামলা করা হয়। পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন সমাজকর্মী হর্ষ মন্দার, অঞ্জলি ভরদ্বাজ ও জগদীপ ছোকরে। সেই মামলার আজ শুনানি ছিল। দেশে মোট ৮ কোটি পরিযায়ী শ্রমিক রয়েছেন যাঁদের মধ্যে অনেকেরই রেশন কার্ড নেই বলেও আদালতে জানান তিনি।

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...
Exit mobile version