Saturday, August 23, 2025

‘কাজ নেই, টাকা নেই, পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব নিতে হবে কেন্দ্রকেই’, জানাল সুপ্রিম কোর্ট

Date:

‘কাজ নেই, টাকা নেই, কীভাবে বাঁচবে ওই শ্রমিকেরা? অন্তত কিছু সময়ের জন্য ভরণপোষণের দায়িত্ব অবশ্যই নিতে হবে কেন্দ্রকে।’ কোভিডের দ্বিতীয় ঢেউয়ে পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি ও স্বাস্থ্য নিয়ে ঠিক এওভাবেই উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের বাড়বাড়ন্তে একাধিক রাজ্য শুরু হয়েছে লকডাউন। এমতাবস্থায় একদিকে করোনা আর অন্যদিকে অর্থসঙ্কট, এই দুইয়ের মোকাবিলা করতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। তাই তাঁদের সংস্থান ও স্বাস্থ্য-এর দায়িত্ব নিক কেন্দ্র বলে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়। আজ, বৃহস্পতিবার বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এমআর শাহের বেঞ্চে এই সংক্রান্ত আবেদনের শুনানি ছিল। পরিযায়ী শ্রমিকদের কঠোর পরিস্থিতি বিবেচনা করার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছেন বিচারপতি।
গত বছর পরিযায়ী শ্রমিকদের হৃদয় বিদারক ছবি নজরে আসে। তাই দ্বিতীয় ঢেউয়ে তাঁদের অবস্থা আবার যেন আগের মত না হয়, তাই খাদ্য, শুকনো রেশন, নগদ দেওয়া ও যাতায়াত সুনিশ্চিত করে সুপ্রিম কোর্টে জরুরী হস্তক্ষেপ দাবি করে আইনজীবী প্রশান্ত ভূষণের মাধ্যমে মামলা করা হয়। পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন সমাজকর্মী হর্ষ মন্দার, অঞ্জলি ভরদ্বাজ ও জগদীপ ছোকরে। সেই মামলার আজ শুনানি ছিল। দেশে মোট ৮ কোটি পরিযায়ী শ্রমিক রয়েছেন যাঁদের মধ্যে অনেকেরই রেশন কার্ড নেই বলেও আদালতে জানান তিনি।

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version