Tuesday, November 4, 2025

কোভিডে আক্রান্তদের দ্রুত সুস্থতার একমাত্র উপায় প্রোটিনযুক্ত খাবার। কিন্তু আক্রান্তদের সকলেই কোভিড সংক্রমিত হলে খাবারের উপায় কী? সেই সমস্যার সমাধানেই এবার হাজির ‘বন্ধু আছি’ টিম। হোম আইসোলেশনে থাকা আক্রান্তদের বাড়িতে দুবেলা পুষ্টিকর খাবার পাঠানো দায়িত্ব নিলেন অভিনেতা অঙ্কুশ, বিক্রম চট্টোপাধ্যায় ও গায়ক অনীক ধর।করোনা আবহে বিনামূল্যে সুষম খাবার পৌঁছে দেবে এই টিম। বুধবার থেকে এইএমপিএল এবং ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবের সহায়তায় প্রথমে গায়ক অনীক ধর এই উদ্যোগ নেন। পরে তাতে যোগ দেন বিক্রম ও অঙ্কুশ। ‘বন্ধু আছি’ প্রসঙ্গে অভিনেতা বিক্রম বলেন, অসময়ে রোগীর পাশে না দাঁড়াতে পারলে কিসের অভিনেতা।

শুক্রবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের লাইভে এসে ‘বন্ধু আছি’ প্রসঙ্গে  জানান অভিনেতা অঙ্কুশ।তিনি বলেন, কলকাতার বিভিন্ন অঞ্চলে করোনা আক্রান্তদের বাড়িতে বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগে শামিল হয়েছেন তিনি। তিনি, অনীক ও বিক্রম ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবের সহায়তায় এই লড়াইয়ে যুক্ত হয়েছেন। অঙ্কুশ জানান, এই খারাপ সময়ে মানুষের পাশে থাকাটা জরুরি। আর সেই জন্যই তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। নিজেদের সবটা দিয়ে তাঁরা চেষ্টা করবেন। দক্ষিণ কলকাতার গড়িয়া থেকে পার্ক সার্কাস এবং টালিগঞ্জ থেকে ভবানীপুর পর্যন্ত এই খাবার সরবরাহ করা হবে। পরিষেবা পেতে আক্রান্তদের আধার কার্ড এবং কোভিড রিপোর্টের শংসাপত্রের জেরক্স-সহ যোগাযোগ করতে হবে ৯৩৩০৩ ৬৬৫৪০ নম্বরে।

অঙ্কুশ বলেন, কোভিডের সব রকম সতর্কতা মেনে এই খাবার পৌঁছে দেওয়া হবে। গোটা রাজ্যের মানুষের কাছে তাঁরা এইভাবে বিনামূল্যে খাবার পৌঁছে দিতে চান। এর জন্য তাঁদের সকলের সাহায্য দরকার। তাঁর ভক্তদের অনুরোধ করেছেন যে যেমন ভাবে পারবে যেন পাশে থাকে। ‘বন্ধু আছি’-র উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।  প্রসঙ্গত, ইতিমধ্যেই কোভিড আক্রান্তদের খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও সাংসদ- অভিনেতা দেব।  দেবের রেস্তরাঁ ‘টলি টেলস’ মঙ্গলবার থেকে ৫০ জনকে খাবার পৌঁছে দেওয়া শুরু করেছে। সেই উদ্যোগে নতুন সংযোজন ‘বন্ধু আছি’ টিম।

Related articles

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...

ফের SIR আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যার অভিযোগ, চাঞ্চল্য কান্দিতে

উলুবেড়িয়ার পরে কান্দি (Kandi)। ফের SIR আতঙ্কের বলি মুর্শিদাবাদের কান্দির এক ব্যক্তি। নিজের বাড়ি এমনকী দেশ ছেড়ে চলে...
Exit mobile version