Sunday, November 9, 2025

বিকল ভেল্টিলেটর পাঠিয়েছে কেন্দ্র! অভিযোগ রাজস্থান সরকারের

Date:

দেশে মারাত্মক আকার ধারণ করেছে করোনা সংক্রমণ। রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিন প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। সপ্তাহের শুরুতে চার লক্ষের গণ্ডি টপকে গিয়েছিল করোনা সংক্রমণ। প্রতিদিন মৃত্যুর সংখ্যাটাও চার হাজারে পৌঁছে গিয়েছে। করোনার তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে চিকিৎসা ব্যবস্থাও। কোথাও অক্সিজেনের আকাল, আবার কোথাও জীবনদায়ী ওষুধের সঙ্কট। একাধিক জায়গায় পর্যাপ্ত পরিমানে অক্সিজেন, বেড না পাওয়ায় মৃত্যুর খবরও আসছে। আর কোভিডের এই পরিস্থিতিতে রাজ্যকে পাঠানো ভেন্টিলেটরগুলিতে ত্রুটি রয়েছে বলে এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে।

সম্প্রতি রাজস্থান সরকার কেন্দ্রের দেওয়া ভেন্টিলেটরগুলিতে ত্রুটি রয়েছে বলে আভিযোগ করেছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Chief Minister Ashok Gehlot) এই বিষয়টির পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে দাবিও জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‌পিএমকেয়ারস ফান্ডের টাকায় ১৯০০টি ভেন্টিলেটর কিনে রাজ্যকে পাঠিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকই এগুলো বসানো এবং মেরামতের দায়িত্বে রয়েছে। চিকিৎসকরা বলছেন, অনেকগুলো ভেন্টিলেটরেরই প্রযুক্তিগত সমস্যা রয়েছে, যা রোগীদের বিপদ ডেকে আনতে পারে।’

মুখ্যমন্ত্রী বিবৃতিতে আরও যোগ করে বলেন, ভেন্টিলেটরগুলিতে (ventilators) প্রেসার ড্রপের মতো সমস্যা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। একভাবে ব্যবহারের মাত্র ১ থেকে ২ ঘণ্টার মধ্যে এগুলো বন্ধ হয়ে যায়। পাশাপাশি হঠাৎ করে পিআইও ২ (PIO2) হ্রাস, অক্সিজেনের (oxygen) সেন্সার এবং কমপ্রেসর (compressor) অক্ষম হয়ে যাওয়ার মতো একাধিক সমস্যাও রয়েছে এটিতে। শুধু রাজস্থান নয়, কেন্দ্রের পাঠানো ভেন্টিলেটর নিয়ে অভিযোগ উঠেছে, মধ্যপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব, মহারাষ্ট্রেও। ‌

আরও পড়ুন- ছেলে নিয়ে যান: রাস্তায় শিশু ফেলে হাঁক বাবার, শেষে কোল পেল একরত্তি

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version