Sunday, November 9, 2025

চাপে পরে বাংলার কৃষকদের পিএম কিষাণ নিধি প্রকল্পের প্রাপ্য টাকা দিল মোদি সরকার। মাসিক কিস্তির ২ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে বাংলার প্রায় ৭ লক্ষ কৃষকের। পশ্চিমবঙ্গের কৃষকদের এই টাকা মিলবে ৩ কিস্তিতে। কেন্দ্রীয় প্রকল্পের অষ্টম কিস্তি এবার দেওয়া হল দেশের মোট সাড়ে ৯ কোটি কৃষককে। শুক্রবার কিষাণ নিধি প্রকল্পের টাকা বণ্টনের আগে কৃষকদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কীভাবে কৃষিকাজ চলছে, সেসব বিস্তারিত জানতে চান মোদি। পিএম কিষাণ নিধি প্রকল্পে এই দফায় ২০ হাজার কোটি হাজার টাকা খরচ করা হচ্ছে বলেও জানান তিনি। ভিডিও কনফারেন্সে ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরও।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে রাজ্যের কৃষকদের ১৮ হাজার টাকা প্রাপ্য হলেও তাঁরা অনেক কম টাকা পাচ্ছেন। রাজ্য সরকার যদি কেন্দ্রের কাছে দাবি না তুলত, এটাও তাঁরা পেতেন না। চিঠি লিখে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে পশ্চিমবঙ্গের কৃষকদের বরাদ্দ টাকা নিয়ে হিসেবে গরমিল থাকছেই। একুশের নির্বাচনের আগে কেন্দ্রের নেতা-মন্ত্রীরা বাংলায় বারবার প্রচারে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন,সমস্ত জট কাটলে পিএম কিষাণ নিধি প্রকল্পে ১৮ হাজার টাকা পাবেন কৃষকরা। কিন্তু আসলে দেখা গেল প্রথম কিস্তিতে মিলল মাত্র ২ হাজার টাকা। বাকি দুই কিস্তি মিলিয়ে আরও ৪ হাজার টাকা মিলবে বলেই জানা যাচ্ছে। তবে কোথায় গেল ১৮ হাজার পাওয়ার প্রতিশ্রুতি ? এ নিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের কটাক্ষ, কেন্দ্রের থেকে বাংলার ভাঁড়ারে প্রাপ্তি শূন্য।

আরও পড়ুন-‘কোভিড ভয় পাওয়ার মতো কোনও ভূত নয়’, করোনাকে হারিয়ে সুস্থ ১০৩ বছরের স্বাধীনতা সংগ্রামী

মমতা চিঠিতে লিখেছেন, “আজ রাজের ৭ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা আসার কথা। সেই উপলক্ষে কৃষকদের শুভেচ্ছা।” মোদি সরকারের ওই প্রকল্পে রাজ্যের যে কৃষকরা নথিভুক্ত হয়েছেন, তাঁদের টাকা দেওয়ার দাবি কেন্দ্রের কাছে জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মুখ্যমন্ত্রী আরও জানান, ১৮ হাজার টাকা প্রাপ্য হলেও, কৃষকরা পাচ্ছেন অনেক কম। মমতার দাবি, এটুকুও কৃষকরা পেতেন না যদি না রাজ্য সরকার তাঁদের জন্য লড়াই করত। এরইসঙ্গে মমতা প্রতিশ্রতি দিয়েছেন, কৃষকদের প্রাপ্য আদায়ের জন্য সরকার তাঁদের পাশে থাকবে।

কৃষকদের উদ্দেশে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “নানা অজুহাত দেখিয়ে দিল্লির সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের টাকা দিচ্ছিল না। আপনাদের প্রাপ্য ছিল ১৮ হাজার টাকা। কিন্তু এইটুকুও পেতেন না যদি না আমরা আপনাদের হয়ে লড়াই করতাম।” মমতা কৃষকদের আশ্বস্ত করে বলেছেন, “আপনারা চিন্তা করবেন না। আমরা আপনাদের প্রাপ্য বকেয়া আদায়ের জন্য লড়াই করব।”

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version