Wednesday, August 27, 2025

করোনা সামলাতে আগামী সপ্তাহে বাজারে আসছে ডিআরডিও তৈরি ওষুধ ২ ডিজি

Date:

দেশজুড়ে করোনা পরিস্থিতি(coronavirus situation) ভয়াবহ আকার ধারণ করেছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গুরুতর এই পরিস্থিতিতে কিছুটা হলেও আশার আলো দেখালো ডিআরডিও(DRDO)। কোভিড পরিস্থিতি মোকাবিলা করতে আগামী সপ্তাহে বাজারে আসতে চলেছে এই সংস্থার তৈরি করোনা ঔষধ। প্রথম দফায় বাজারে আসবে ১০ হাজার ডোজ। শুক্রবার এমনটাই জানিয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও)। ডক্টর রেড্ডিস ল্যাবরেটরির সঙ্গে হাতে হাত মিলিয়ে তৈরি করা ডিআরডিওর এই ওষুধের নাম টু ডিজি (2-DG) বা টু ডিঅক্সি ডিগ্লুকোজ।

উল্লেখ্য, ভারতের ড্র্যাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়া (DCGI) ৮ মে ডিআরডিও দ্বারা নির্মিত অ্যান্টি-কোভিড ড্রাগের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এই ওষুধটি মধ্যম ও গুরুতর লক্ষণযুক্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। ডিআরডিওর তরফে জানানো হয়েছে, ‘আগামী দিনে এই ওষুধের জোগান বাড়াতে নিরলসভাবে কাজ করে চলেছেন বিশেষজ্ঞরা। DRDO এর বিজ্ঞানীরা মিলে এই ওষুধ উদ্ভাবন করেছেন।’ করোনা পরিস্থিতি সামাল দিতে এই ওষুধ গেম চেঞ্জার হতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন:এবার সম্পূর্ণ লকডাউনের পথে উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য সিকিম

জানা গিয়েছে, ২ ডিজি ওষুধটি একটি প্যাকেটে গুঁড়ো আকারে আসে, এটি জলে মিশিয়ে নিয়ে খেতে হয়। অনেকটা গ্লুকোজের মতো। এটি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার সারা শরীরে ছড়িয়ে পড়ে। এবং দেহের ভাইরাস সংক্রমিত কোষগুলিতে সংশ্লেষ বন্ধ করে দেয়। যার জেরে প্রোটিনের শক্তি উৎপাদন বন্ধ হয়ে যায়। এবং পুষ্টির অভাবে প্রোটিন নষ্ট হয়। ফুসফুসে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ করে ২ডিজি। এতে রোগীর অক্সিজেন নির্ভরতা কমতে থাকে ও রোগী সুস্থ হয়ে ওঠেন।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version