Friday, August 22, 2025

রাজ্যজুড়ে চালু থাকবে টিকাকরণ, যানবাহনেও ছাড় থাকবে, জানিয়েছে নবান্ন

Date:

সংক্রমণ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে রাজ্যজুড়ে রবিবার সকাল ৬ টা থেকে আগামী ৩০ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত জারি হয়েছে ‘কার্যত- লকডাউন’৷

আর এই ঘোষণার পরেই প্রশ্ন উঠেছে, তাহলে রবিবার থেকে কি খোলা থাকবে করোনা- টিকাকরণ কেন্দ্র ?
টিকা নিতে যাওয়া যাবে ? খোলা থাকলে কেন্দ্রে যাবো কীভাবে ?

আরও পড়ুন-মাধ্যমিক-উচ্চমাধ্যমিক নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের, কবে হবে পরীক্ষা?

নবান্নের তরফে জানানো হয়েছে,

◾টিকাকরণ-কে জরুরি পরিষেবার আওতায় রাখা হয়েছে। ফলে বন্ধ থাকবেনা টিকাকরণ৷
◾সেজন্য বাইরেও বের হওয়া যাবে।
◾তবে যাতায়াতের একটা সমস্যা হয়তো থাকবে৷ যাঁরা টিকা নিতে যাবেন, কেন্দ্রে পৌঁছনোর ব্যবস্থা তাঁদের নিজেদেরই করতে হবে।
◾বাংলায় ট্রেন পরিষেবা আগেই বন্ধ করা হয়েছে। শনিবার প্রকাশিত নবান্ন- নির্দেশিকা জানাচ্ছে, বাস, মেট্রো,অটো, ট্যাক্সি, ফেরি চলাচলও বন্ধ থাকবে৷ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত না থাকলে ব্যক্তিগত গাড়ি নিয়ে বেরোতেও নিষেধ করা হয়েছে।
◾নবান্ন জানিয়েছে, টিকা নিতে টিকাকেন্দ্রে যাওয়ার জন্য যানবাহনে ছাড় দেওয়া হয়েছে।
◾নিজের গাড়ি নিয়েও টিকাকেন্দ্রে যাওয়া যাবে৷ ট্যাক্সি, অটো বা গাড়ি ভাড়া করেও যাওয়া যাবে৷
◾কোনও পাসের বিষয়ে উল্লেখ না করা হলেও টিকা সংক্রান্ত নথি দেখালেই ছাড় মিলবে।
◾টিকাকরণ কেন্দ্র থেকে আসা বা টিকাকরণ কেন্দ্রের উদ্দেশে যাওয়া যে কোনও গাড়িকে বিধিনিষেধের আওতার বাইরে রাখা হয়েছে।
◾তবে যেতে হবে করোনা বিধি মেনে, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, শারীরিক দূরত্ব বজায় রাখাও জরুরি।

◾টিকাকেন্দ্র বাড়ির কাছে হলে সাধারণ মানুষ হেঁটেই যেতে পারবেন৷ প্রশাসন ও পুলিশ সব ধরনের সাহায্য করবে৷

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version