Sunday, August 24, 2025

কড়া নজরদারি পুলিশের, কলকাতা থেকে ২৩, খড়গপুর থেকে ৬৭ জনকে গ্রেফতার

Date:

করোনা দমনে রাজ্যে কড়া প্রশাসন। করোনা মোকাবিলায় রবিবার সকাল ৬ টা থেকে ৩০ মে পর্যন্ত চলবে কার্যত-লকডাউন। রাজ্যের বিভিন্ন প্রান্তে কড়া নজরদারি পুলিশ প্রশাসনের। আজ পুলিশি অভিযানে কলকাতা থেকে গ্রেফতার ২৩ জন। এই ২৩ জনের বিরুদ্ধে মহামারি আইনে ব্যবস্থার নেওয়া হবে। বিধি অমান্য করে কারণ ছাড়াই বাইরে বেরোনোর জন্য দুপুর ১২টা পর্যন্ত ৫৯টি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রবিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরে সকাল ১০টার পরেও খোলা রইল বেশকিছু বাজার। নিয়মভঙ্গের অভিযোগে ৬৭ জনকে গ্রেফতার করল পুলিশ। দিল্লি পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। অভিযোগ, অক্সিজেন সিলিন্ডার এবং কোভিডের ওষুধ পাচার করছিল তারা।

আসানসোলের মহিশীলা কলোনিতে অভিযান চালায় পুলিশ। ১০ টার পরেও কেন সবজই বাজার খোলা তা নিয়ে সেখানে লাঠিচার্জ করে পুলিশ। সরানো হয় অস্থায়ী ছাউনি। রানিগঞ্জে পুলিশি অভিযানের পর দোকান বন্ধ বিক্রেতারা। বারবার সতর্ক করা হয় টোটো ও অটো চালকদের। অন্যদিকে চোখে পড়ল বারাসাত চাঁপাডালি মোড়ে পুলিশি তৎপরতা তুঙ্গে। নাকা চেকিং ছাড়া কোনও গাড়ি ছাড়া হচ্ছে না। সরকারি নির্দেশ অমান্য করে শ্রীরামপুরের কালীতলায় খোলা ছিল জিম। সামনের দরজা বন্ধ রেখে পিছনের দরজা দিয়ে লোকজন যাতায়াত করছে বলে জানিয়েছিলেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে আজ সকালে বন্ধ করে দেয় জিম। ২ কর্মীকে আটক করা হয়েছে। জিম মালিককে ডেকে পাঠানো হয়েছে থানায়।

আরও পড়ুন-অমিত মিত্রের চিঠিতে ঘুম ভাঙল, তড়িঘড়ি ডাকা হল জিএসটি কাউন্সিলের বৈঠক

অন্যদিকে কলকাতার মুচিবাজার থেকে লেক মার্কেটের চিত্রটা ছিল ফাঁকা। মাইকিং করে মুচিবাজারে বাজার বন্ধ করে পুলিশ। এদিকে বিধি মেনেই সকাল ১০ টায় বন্ধ হয় লেক মার্কেট। গড়িয়ার পাটুলিতে রাস্তার ৯০ শতাংশ জুড়ে বসানো হয়েছে ব্যারিকেড। গাড়ি চালকদের কাছে বের হওয়ার কারণ জানতে চাইছেন পুলিশ কর্মীরা। জবাবে সন্তুষ্ট না হলে ফেরত পাঠানো হচ্ছে। বাইক চালকদের ক্ষেত্রে পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক বলছে পুলিশ। মানিকতলা-হাজরায় প্রশাসনের কড়াকড়ির ছবি।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version