Saturday, November 8, 2025

অক্সিজেন-রেমডেসিভির থেকে ১০০ টাকার দেশি, কালোবাজারির বিরুদ্ধে সরব মদন

Date:

দেশ তথা রাজ্যে করোনা পরিস্থিতি(Karuna situation) ভয়াবহ আকার নিয়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে মুনাফা কামাতে উঠে পড়ে লেগেছে বেশ কিছু অসাধু ব্যবসায়ী(dishonest businessman)। শনিবার এই ইস্যুতেই ফেসবুক লাইভে(Facebook live) এসে সরব হয়ে উঠলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র(Madan Mitra)। শুধু ঔষধ সামগ্রী নয় ভয়াবহ এই করোনা পরিস্থিতিতে যেভাবে মদের দোকানে লাইন লেগেছে তা দেখে রীতিমতো বিস্মিত হতে দেখা গেল তাঁকে। রাজ্যে কালোবাজারির প্রসঙ্গ তুলে সরব হওয়া মদনের এই ভিডিও বিতর্ক তৈরি করেছে।

শনিবার ফেসবুক লাইভে এসে সরাসরি মদন মিত্র বলেন, ‘একদিকে অক্সিজেন রেমডেসিভির কালোবাজারি হচ্ছে। চিকিৎসার জন্য এক লক্ষ দেড় লক্ষ টাকা করে নিচ্ছে বেসরকারি হাসপাতালগুলো। রোগীর পরিবার যখন উপস্থিত থাকছে রোগীকে ভেন্টিলেটরে দেওয়া হচ্ছে পরিজনেরা চলে গেলে জেনারেল বেডে দেওয়া হচ্ছে। রোগীর ব্রেন ডেথ হয়ে যাওয়ার পরেও ভেন্টিলেটরে ফেলে রাখা হচ্ছে মিথ্যে কথা বলে।’ ঠিক এই ভাষাতেই স্বাস্থ্য ব্যবস্থার ভয়াবহ দিক তুলে ধরতে দেখা যায় ওই তৃণমূল বিধায়ককে। শুধু তাই নয় পরিস্থিতি যখন এতটা ভয়াবহ ঠিক সেই সময় মদের দোকানে যেভাবে লাইন পড়েছে তা নিয়েও এদিন মুখ খুলতে দেখা যায় মদনকে।

স্মিত হেসে ফেসবুক লাইভে মদন বলেন, “একশো টাকার দিশি এক দেড় হাজার টাকায় ব্ল্যাক হচ্ছে। লাভলি।’ তিনি আরও বলেন, ‘একদিকে লাইন পড়েছে দোকানে। আর মানুষ লাইন দিচ্ছেন সেফ হোমে।’ তবে সূরা প্রেমীদের এই লাইনকে যে মদন মিত্র একেবারেই মেনে নিতে পারছেন না তারও ইঙ্গিত তিনি দিয়েছেন। তিনি বলেন, ‘আমাকে নিজেকে দেখে সন্দেহ হয় যে, আমি কোন দলে পড়ি। এটা ঠিক যে আমি মেনে নিতে পারছি না। যে লাইন দেখে এলাম, সত্যি ভাবছি মানুষ আর কুকুরের মধ্যে তফাৎটা কী?’

আরও পড়ুন:রাজ্যের বিধিনিষেধ মেনে বন্ধ হল বিশ্বভারতী, খোলা জরুরি পরিষেবা

তবে কালোবাজারি নিয়ে মুখ খুলে বিতর্ক তৈরি করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতেও ভোলেননি মদন মিত্র। ফেসবুক লাইভে তিনি বলেন, যদি স্বাস্থ্যসাথী কার্ড না থাকতো যদি বিজেপি ক্ষমতায় আসত এবং এই কার্ড তুলে দিত তাহলে আমি ভাবতে পারছি না কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো। যদিও কালোবাজারি নিয়ে সরব হওয়া মদন মিত্রের মন্তব্যে বিতর্ক শুরু হতেই সে বিতর্কে অবশ্য জল ঢেলেছেন বিধায়ক নিজেই। রবিবার আরও একটি ফেসবুক লাইভে তিনি বলেন, ‘চারিপাশে যা অবস্থা চোখের সামনে আমি যা দেখছি সেটাই বলেছি। এই সময় মানুষের উচিত মানুষের পাশে দাঁড়ানো। কালোবাজারি করা নয়।’

Related articles

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...
Exit mobile version