Tuesday, May 20, 2025

লকডাউনে ক্ষতিপূরণের পাশাপাশি ফের ভাড়া বাড়ানোর দাবি তুলল পশ্চিমবঙ্গ বাস ও মিনিবাস মালিক সংগঠন। সঙ্গে এক বছরের জন্য রোড ট্যাক্স, পারমিট ফি মুকুব করার দাবিও তুলল তারা।

এর আগেও পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে বাসভাড়া বাড়ানোর দাবি তুলেছিল তারা। পরে অবশ্য রাজ্যের কাছে একটি চিঠি পাঠিয়ে তারা একটি প্রস্তাব দেয়, যেখানে বলা হয়েছিল পেট্রোপণ্য যাতে জিএসপির আওতায় আনা হয় তার জন্য কেন্দ্রকে চাপ দিতে হবে। সে ক্ষেত্রে বাস ভাড়া না বাড়ালেও হবে। তারপর ফের কার্যত লকডাউনের প্রথম দিনেই এ নিয়ে বৈঠকে বসে রাজ্য বাস ও মিনিবাস মালিকরা। সংগঠনের সম্পাদক প্রদীপ নারায়ণ বসু জানিয়েছেন, আগামী দিনে কেন্দ্র ও রাজ্যের কাছে বেশ কয়েক দফা দাবি নিয়ে সরব হবেন তারা। কেন্দ্রের কাছে চার ও রাজ্যের কাছে দুই দফা দাবি নিয়ে সিদ্ধান্তে পৌঁছয় বাস মালিক সংগঠনটি।
রাজ্যের কাছে তাদের দাবি, ৩১ শে ডিসেম্বর, ২০২২ পর্যন্ত রোড ট্যাক্স ও পারমিট ফি মুকুব করতে হবে। পাশাপাশি ভাড়া বাড়ানোর দাবি তুলবে তারা।
বাসের ক্ষেত্রে প্রথম চার কিলোমিটারে ১০ টাকা এবং তারপর প্রতি ৪ কিলোমিটারে ৫ টাকা করে বাড়ানোর দাবি তুলবে বাস মালিকরা। মিনিবাসের ক্ষেত্রে প্রতি তিন কিলোমিটারের ওই ভাড়া বাড়ানোর দাবি তুলবে। কিন্তু রাজ্য যদি ভাড়া না বাড়ায় সে ক্ষেত্রে সরকারি ডিপো থেকে বিনামূল্যে ডিজেল দিতে হবে বলেও শর্ত রাখা হয়েছে ।

Related articles

আজ ওয়াকফ সংশোধনী আইনের বৈধতা নিয়ে সুপ্রিম শুনানি

বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ দেওয়া হবে কি, আজ সুপ্রিম সিদ্ধান্তের দিকে তাকিয়ে গোটা দেশ। কেন্দ্রীয় সরকার সংসদের...

উত্তর নিয়ে আরও প্রস্তাব নেতা-মন্ত্রীদের! মুখ্যমন্ত্রীর হাত ধরে এগিয়ে বাংলার শিল্প

উত্তরে শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী একাধিক শিল্প সম্ভাবনার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই বাংলা আজ হয়ে উঠেছে শিল্পবান্ধব। সোমবার শিল্প সম্মেলনে...

স্থানীয় নেতৃত্বকে সতর্ক করে কড়া বার্তা! কেন্দ্রের টোল ট্যাক্স নিয়ে তীব্র অসন্তোষ মুখ্যমন্ত্রীর

প্রিয় নেত্রীকে সামনে পেয়ে যা অভাব অভিযোগ ছিল সব কিছু তাঁকে জানিয়েছেন শিল্পপতিরা। সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের...

শিল্পের নয়া দিগন্ত উত্তরে! প্রাপ্য টাকা না দেওয়ায় ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং মস্তিষ্কপ্রসূত যুগান্তকারী বিভিন্ন উদ্যোগে বাংলা আজ হয়ে উঠেছে শিল্পবান্ধব। এসেছে বিনিয়োগের জোয়ার। সোমবার শিলিগুড়িতে...
Exit mobile version