Friday, August 22, 2025

একটা সময় দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) থেকে শুরু করে গুজরাটের(Gujarat) মুখ্যমন্ত্রীর গালভরা প্রশংসা করেছিলেন তিনি। আর সেই সূত্রেই গেরুয়া শিবিরের ‘কাছের লোক’ হয়ে উঠতে দেখা গিয়েছিল কবি পারুল খাক্কারকে(parul Khakkar)। তবে করোনা পরিস্থিতিতে গঙ্গা যখন মৃতদেহের স্তুপে পরিণত হয়েছে তখন আর চুপ থাকতে পারেননি তিনি। বাঙালি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর(nirendranath Chakraborty) ‘উলঙ্গ রাজা’ কবিতার অনুকরণে তিনি লিখে ফেললেন কবিতা ‘শববাহিনী গঙ্গা’। সেখানে ‘রামরাজ্যের রাজা’কে উদ্দেশ করে পারুল প্রশ্ন করে বসেন, ‘রাজা তোর কাপড় কোথায়?’ এই কবিতার আক্রমণের লক্ষ্যে যে দেশের প্রধানমন্ত্রী সেটা বুঝতে অসুবিধা হয়নি কারো। এরপরই গেরুয়া শিবিরের চক্ষুশূল হয়ে উঠতে দেখা গেল গুজরাটি গৃহবধূ পারুল খাক্কারকে।

মোদি সরকার তো বটেই কবিতার পরতে পরতে পারুল তীব্র সমালোচনা করেছেন মিডিয়া, বিরোধী দল এবং সমাজের বেশকিছু অংশকে। যারা উলঙ্গ রাজার আমলে সত্যিটা দেখেও চুপ করে থাকছে। পারুল লিখেছেন, রাম রাজ্যে’র এই উলঙ্গ রাজা নাগরিকদের অসহায়তা, দারিদ্র্যের প্রতি উদাসীন। এই রাজ্যে গঙ্গা হয়ে উঠেছে ‘শববাহী যান’। রাজার নগ্নতা মানুষের সামনে এসে গিয়েছে, কিন্তু কেউ সাহস করে প্রশ্নটা করতে পারছে না, রাজা তোর কাপড় কোথায়?

আরও পড়ুন:বিপদের দিনে শোভনের পাশে হাজির রত্না , দেখা নেই বৈশাখীর!

পারুল কবিতাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর তাকে সরাসরি আক্রমণ শানাতে দেখা গিয়েছে বিজেপিরকে। কোথাও বা দেওয়া হয়েছে রীতিমতো হুমকি। তবে এই কবিতাটি যে বিপুল ভাবে জনপ্রিয় হয়েছে তা নিয়ে কোন সন্দেহ নেই। একাধিক ভাষায় অনুবাদ করা হয়েছে কবিতাটিকে। প্রসঙ্গত, করোনা পরিস্থিতি সামাল দিতে মোদি সরকার যে সম্পূর্ণ ব্যর্থ একথা শুধু দেশের অভ্যন্তরে নয়, বিদেশী সংবাদ পত্রও বারবার তুলে ধরেছেন। খোদ সঙ্ঘপ্রধান মোহন ভাগবত অভিযোগ তুলেছেন, সতর্কতা থাকা সত্ত্বেও সরকার করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে সতর্ক হয়নি বলে আজ এই পরিণতি। বরাবরের বিজেপি সমর্থক অনুপম খের মুখ খুলেছেন মোদি সরকারের বিরুদ্ধে। এবার রীতিমতো তোপ দাগতে দেখা গেল কবি পারুলকেও।

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version