Sunday, November 9, 2025

পোস্টার কাণ্ডে গ্রেফতারি নিয়ে এবার সুপ্রিম কোর্টে পাল্টা মামলা দায়ের হল

Date:

পোস্টার কাণ্ডে ( postering against Narendra Modi) গ্রেফতারি (arrest) নিয়ে এবার সুপ্রিম কোর্টে পাল্টা মামলা দায়ের হল। সম্প্রতি রাজধানী নয়াদিল্লির ( New Delhi) বিভিন্ন এলাকা জুড়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার পড়েছিল। সেখানে লেখা হয়েছিল ‘প্রধানমন্ত্রী আমাদের ছেলেমেয়েদের ভ্যাকসিন কেন বিদেশে পাঠালেন?’ আর তারপরই দিল্লি থেকে প্রায় ২৪ জন গ্রেফতার হয়েছেন। এ ছাড়াও আরো বহুজনের নামে এফআইআর দায়ের হয়েছে। এ বার সেই এফআইআরগুলি বাতিলের দাবিতে পাল্টা আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে (Supreme Court)। প্রদীপ কুমার নামে জনৈক ব্যক্তি সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে আবেদন জানিয়েছেন, মানুষের বাক স্বাধীনতা আটকানো যাবে না। তাই সবকটি এফআইআর বাতিল করতে হবে।

করোনা নিয়ন্ত্রণে মোদি সরকার (Narendra Modi government)ব্যর্থ। সেই সঙ্গে করোনা আক্রান্তদের উপযুক্ত চিকিৎসা পরিষেবা দিতেও ব্যর্থ কেন্দ্র সরকার। দেশজুড়ে ভ্যাকসিন সঙ্কট, ওষুধ সংকট , অক্সিজেন সংকট। সব মিলিয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় দেশের স্বাস্থ্যব্যবস্থা বেসামাল।এই পরিস্থিতিতে বিরোধীরাও বারবার কেন্দ্রের সমালোচনায় সরব হচ্ছে। ভ্যাকসিন অনুমোদিত হওয়ার পর বিদেশে রফতানি করা নিয়েও প্রধানমন্ত্রীকে নিশানা করেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে নিশানা করে পোস্টার লাগানো হয়েছে রাজধানীর নানা জায়গায়। কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Congress leader Rahul Gandhi) নিজেই টুইট করে মোদি সরকারের এই পদক্ষেপের প্রবল সমালোচনা করেছেন। একটি ছবি পোস্ট করে লিখেছেন, “আমাকেও গ্রেফতার করুন। গ্রেফতারিকে কটাক্ষ করে কংগ্রেস নেতা পি চিদম্বরম(p Chidambaram) লিখেছেন, “উদযাপন করুন, এটাই বাকস্বাধীনতা। শুধু প্রধানমন্ত্রীকে প্রশ্ন করলেই বাদ পড়তে হবে। তাই দিল্লি পুলিশ ২৪ জনকে গ্রেফতার করেছে।” কংগ্রেস মুখপাত্র অভিষেক সিঙ্ঘভি লিখেছেন, “আমি আঘাতপ্রাপ্ত, পোস্টার দেওয়ার জন্য অটো ড্রাইভার, প্রিন্টার, দিনমজুরকে গ্রেফতার করতে হচ্ছে। ‘

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version