Thursday, August 21, 2025

‘বিজেপি-যোগ বলেই মুকুল-শুভেন্দুকে ছাড়?’ প্রশ্ন তৃণমূল মুখপাত্র কুণালের

Date:

“বিজেপি’র দুই বিধায়ক মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী কোথায়? কেন এই একই অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়নি? বিজেপিতে যোগ দিয়েছেন বলেই এই ছাড়?”

নারদকাণ্ডে সোমবার ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে
গ্রেফতার করা নিয়ে এমনই প্রশ্ন তুলছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, বিজেপিতে যোগ দেওয়ার জন্য কি শুভেন্দু ও মুকুলকে ছাড় দেওয়া হয়েছে?

আরও পড়ুন-‘শুভেন্দু-মুকুল গ্রেফতার নয় কেন?’ এ প্রশ্নে রহস্যজনকভাবে নীরব বিজেপি নেতারা

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ করেছেন, “বিধানসভা নির্বাচনে কুৎসিত পরাজয়ের পর মরিয়া হয়ে এরকম আচরণ করছে বিজেপি।” কুণালের প্রশ্ন, “মুকুল ও শুভেন্দু কোথায় গেলেন? এই দু’জনের নাম তো FIR-এ আছে। শঙ্কুদেব পন্ডা তো এজেন্ট হিসেবে কাজ করবেন বলেছিলেন। তাঁদের গ্রেফতার করা হয়নি কেন? একইসঙ্গে কুণালের বক্তব্য, করোনা-সংক্রমণ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। সেখানে তাঁকে গ্রেফতার করে করোনা মোকাবিলায় যে পদক্ষেপ করা হচ্ছে, তা ধাক্কা খেতে বাধ্য। এর ফলে দুর্ভোগে পড়বেন শহরের মানুষ৷ নানা রকম পরিকল্পিত প্ররোচনা দিতেই বিজেপি এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তুলেছেন কুণাল ঘোষ। একইসঙ্গে তৃণমূল কর্মীদের বিজেপির এই প্ররোচনায় পা না দিতে অনুরোধ করেছেন কুণাল৷

প্রায় একই সুরে বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুলেছেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়। তিনি বলেছেন, বিজেপি প্রতিহিংসাপরায়ণ কাজ করছে। সেজন্যই ফিরহাদদের গ্রেফতার করা হয়েছে। সৌগত’র প্রশ্ন, “একই অভিযোগ থাকা সত্ত্বেও শুভেন্দু এবং মুকুলকে গ্রেফতার করা হয়নি কেন? বিজেপিতে যোগ দেওয়ায় ছাড় দেওয়া হয়েছে?”

ওদিকে এই ইস্যুতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাষায় বলেছেন, “আমার কোনও অনুমতিই নেওয়া হয়নি। চার্জশিটে রাজ্যপালের অনুমোদন বেআইনি। বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে।”

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version