Sunday, November 9, 2025

শুক্রবার থেকেই শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘দুয়ারে রেশন’

Date:

‘২১ এর ভোটপ্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief minister Mamata Banerjee)সবচেয়ে বড় চমক এবং প্রতিশ্রুতি ছিল দুয়ারে রেশন। সে সময় তিনি প্রতিটি জনসভায় গিয়ে কথা দিয়েছিলেন সরকারে ফিরলে যত শীঘ্র সম্ভব ‘দুয়ারে রেশন (duare ration project) চালু করবেন। বাংলার মানুষকে আশার আলো দেখিয়েছিলেন যে খাদ্যের ব্যাপারে আর চিন্তা করতে হবে না । সরকার নিজেই বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দিয়ে আসবে। যেমন কথা তেমন কাজ। এবার ক্ষমতায় ফিরে সেই কাজই শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতে প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবার এ নিয়ে খাদ্যভবনে একটি বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে আগামী শুক্রবার থেকে দুয়ারে রেশনের পাইলট প্রজেক্ট (Pilot Project) শুরু হচ্ছে ।

কীভাবে কাজ হবে? প্রথম পর্যায়ে রাজ্যের মোট ২৮ টি রেশন দোকান থেকে বাড়ি বাড়ি রেশন সামগ্রী পৌঁছে দেওয়া হবে। সেই কাজে কতটা সুবিধা বা কতটা অসুবিধা হল তা নিয়ে পরের সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে। প্রথম দিনের কাজের সাফল্য এবং ব্যর্থতার ঠিকঠাক হিসেব নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে । তারপর আলোচনা সাপেক্ষে নিয়মিত কাজ শুরু করা নিয়ে নির্দেশিকা তৈরি হতে পারে।

এদিন খাদ্যভবনের বৈঠকে নতুন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ উপস্থিত থাকতে পারেননি। ছেলে রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, খাদ্যসচিব পারভেজ সিদ্দিকি। আর উপস্থিত ছিলেন রেশন ডিলাররা। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, পাইলট প্রজেক্ট হিসেবে শুক্রবার থেকেই দুয়ারে দুয়ারে রেশন বিলি শুরু হয়ে যাবে। প্রথম পর্বে রাজ্যের মোট ২২ জেলার ২২টি দোকানকে বেছে নেওয়া হয়েছে। এছাড়া শহরাঞ্চলে আরও ৬ টি দোকান থেকে বাড়ি বাডি রেশন পৌঁছে দেওয়া হবে। সবমিলিয়ে মোট ২৮টি রেশন দোকান থেকে দুয়ারে রেশনের কাজ শুরু হবে।

বৈঠক শেষে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপস ডিলার ফেডারেশনের (AIFPSF) সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁদের তরফে বেশ কয়েকটি প্রস্তাব দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। সেখানে বলা হয়েছে, যেহেতু বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার কাজ এই প্রথম হবে এবং বেশ বড় একটা প্রকল্প, তাই আমাদের কিছু প্রস্তুতি প্রয়োজন। কাজের ধরনও নতুন। তাই ভালো করে বুঝে নিতে হবে।

 

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version