টোকিও অলিম্পিক্সের বিরুদ্ধে সরব হলেন জাপানের ডাক্তারদের সংগঠন

টোকিও অলিম্পিক্স( Tokyo Olympic) বাতিলের দাবি তুললেন জাপানের চিকিৎসকরা( Doctor )। চিঠি লিখে  অলিম্পিক্সের বিরুদ্ধে সরব হলেন জাপানের ডাক্তারদের সংগঠন। টোকিও শহরের প্রায় ৬ হাজার ডাক্তার ইতিমধ্যেই বিশ্ব অলিম্পিক্স সংস্থাকে চিঠি লিখেছেন। চিঠিতে তাঁরা লেখেন, “এমন কঠিন অবস্থায় অলিম্পিক্স আয়োজন করা হলে সেটা জন সাধারণের মধ্যে খারাপ প্রভাব ফেলতে পারে। তাই সব দিক ভেবে আসন্ন অলিম্পিক্স বাতিল করে দেওয়া উচিত।” এমনকি জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগারের উদ্দেশে খোলা চিঠি লিখেছে ডাক্তারদের সংস্থা।

ইতিমধ্যে জাপানের ৮০ শতাংশ মানুষ এই প্রতিযোগিতার তীব্র বিরোধিতা করছেন।

এদিন ডাক্তারদের তরফে লেখা হয়,”ভাইরাসের দাপট বেড়েই চলেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে কঠিন পদক্ষেপ না নিলে পরিস্থিতি খারাপ হবে। এমন অবস্থায় দেশে অলিম্পিক্স আয়োজন করা উচিত নয়। ”

আরও পড়ুন:Tauktae-এর দাপটে ভেঙে পড়ল ওয়াংখেড়ে স্টেডিয়ামের সাইটস্ক্রিন

Advt

Previous articleহাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন ফেসবুক পোস্ট মদনের, ধন্যবাদ জানালেন বিজেপি-সিবিআইকে!
Next article১১০ কিমি বাইক চালিয়ে রক্ত দিয়ে মুসলিম শিশুর প্রাণ বাঁচালেন হিন্দু যুবক