Thursday, August 28, 2025

করোনা মোকাবিলায় রাজ্যে ১৫ দিনের কার্যত লকডাউন জারি হয়েছে। কিন্তু তা উপেক্ষা করেই নান অজুহাতে বাইরে বেরিয়ে পড়ছেন অনেকেই। তাদের বাগে আনতে দিনহাটা শহরের একাধিক জায়গায় বসানো হয়েছে নাকা পয়েন্ট। কোনভাবেই যাতে বিধি-নিষেধের সময়সীমার পর কেউ শহরমুখী কিংবা শহর থেকে বাইরে বের হতে না পারে তার জন্য এই নাকা চেকিং বসিয়ে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

১৫ দিনের এই বিধিনিষেধে নানা অজুহাতে অনেকেই নির্ধারিত সময়ের পরেও কোন রকম কাজ ছাড়াই ঘর থেকে বের হচ্ছেন। বিনা কারণে যারা ঘোরাঘুরি করছে তাদেরকে লাগাম টানতে পুলিশের পক্ষ থেকে দিনহাটার বিভিন্ন এলাকায় নাকা পয়েন্ট করে নজরদারি বাড়ানো হয়। কেউ সাইকেল কিংবা মোটরসাইকেল নিয়ে কোনো কাজ ছাড়াই বাইরে বেরিয়ে ঘোরাঘুরি করার চেষ্টা করছে বলে অভিযোগ। জিজ্ঞেস করলে উত্তর আসছে অধিকাংশ ক্ষেত্রেই ঔষধ আনতে যাচ্ছি। প্রেসক্রিপশন দেখাতে চাইলে কয়েক বছরের পুরনো একটি প্রেসক্রিপশন দেখানোর চেষ্টা করা হচ্ছে। আবার কখনও কখনও প্রেসক্রিপশন বাড়িতে রেখে এসেছি বলেই পার পাওয়ার চেষ্টা করছে তারা।

রোগের সংক্রমণ রুখতে কেন্দ্র রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন যখন নানাভাবে চেষ্টা চালাচ্ছে। তখন কিছু মানুষ হেলায় অবহেলায় কাটানোর চেষ্টা করছে। মূলত তাদেরকেই বাগে আনতে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় নাকা পয়েন্ট করেন বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের এই ভূমিকা কে সাধুবাদ জানান অনেকেই। যারা লকডাউন ভাঙার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানান অনেকেই।

দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত জানান, এই রোগ প্রতিরোধে রাজ্য সরকারের পক্ষ থেকে ১৫ দিনের বিধিনিষেধ শুরু হয়েছে। তা সত্ত্বেও অনেকে নানা অছিলায় ঘর থেকে বের হচ্ছে। মূলত তাদেরকে আটকাতেই নাকা পয়েন্ট করে বিশেষ নজরদারি শুরু হয়েছে।

আরও পড়ুন- ১১০ কিমি বাইক চালিয়ে রক্ত দিয়ে মুসলিম শিশুর প্রাণ বাঁচালেন হিন্দু যুবক

 

Related articles

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...
Exit mobile version