Thursday, August 21, 2025

চূড়ান্ত অসাবধানতা বিজেপি-শাসিত রাজ্যের সরকারি হাসপাতালে, ইঁদুর খুবলে খেল সদ্যজাতর গোড়ালি!

Date:

চূড়ান্ত অসাবধানতা বিজেপি-শাসিত রাজ্যের সরকারি হাসপাতালে। সদ্যজাত শিশুর গোড়ালি খুবলে খেল ইঁদুর। প্রিয়াঙ্কা ও কিষাণ ডাইমার সন্তান। নির্দিষ্ট সময়ের আগে প্রিয়াঙ্কা জন্ম দিয়েছেন তাঁর সন্তান। অপরিণত শিশু জন্ম দেওয়ায় শিশুটিকে হাসপাতালের বিশেষ যত্নে এবং নির্দিষ্ট ওয়ার্ডে রাখা হয়েছে। মধ্যপ্রদেশের মহারাজা যশবন্ত রাও সরকারি হাসপাতালের ঘটনা এটি।

ভোররাতে ১৯ দিনের সন্তানকে দুধ খাওয়াতে গিয়ে আতকে উঠলেন প্রিয়াঙ্কা। দেখলেন, শিশুটির পা থেকে ঝড়ছে রক্ত। গোড়ালির অংশ খুবলে নেওয়া হয়েছে। এ বিষয়ে সদ্যোজাতর বাবা কিষাণ বলেন, তাঁর স্ত্রী দুধ খাওয়াতে গিয়ে দেখেন এই ঘটনা। তাঁর প্রশ্ন, ঘটনার সময় শিশুটির দেখভালের দায়িত্বে থাকা হাসপাতালের কর্মীরা কোথায় ছিলেন?” তিনি বলেন, তাঁর স্ত্রী হাসপাতালের কর্মীদের খবর দেন। তার পর তাঁরা এসে তাঁদের সন্তানের প্রাথমিক চিকিৎসা করেন। অথচ শিশুর দেখাশেনার জন্য ২৪ ঘণ্টা হাসপাতালের কর্মীদের থাকার কথা। সেই সময় তাঁরা কেন ছিলেন না সেখানে?

 

আরও পড়ুন-২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে সাড়ে ৪ হাজারের বেশি, করোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমল

হাসপাতালের সুপার ডা. পিএস ঠাকুর জানান, শিশুটির দেখভালের দায়িত্বে থাকা নার্স ও ওই ওয়ার্ডের দু’জন সাফাই কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। এমনকী, হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকার জরিমানাও করা হয়েছে। এই ঘটনার বিষয়ে সুপার বলেন, শিশুটির প্রাথমিক চিকিৎসার পর তাকে বিশেষজ্ঞ ডাক্তাররা দেখছেন। ঘটনা প্রকাশ্যে আসতেই স্বাস্থ্য দফতরকে নোটিস পাঠিয়েছে মধ্যপ্রদেশের মানবাধিকার কমিশন। ১৫ দিনের মধ্যে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version