Wednesday, August 27, 2025

পশ্চিম ভারতে যখন ‘তওতে’-র দাপট তখন পূর্বে ঘূর্ণিঝড় ‘যশ’-র ভ্রুকুটি। আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। পরে তা শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। নতুন এই ঘূর্ণিঝড়ের নাম ‘যশ’।

আমফানের (Amphan) ঠিক এক বছরের মাথায় ফের আবহবিদদের কপালে চিন্তার ভাঁজ। গত বছর এই সময়েই সুপার সাইক্লোন আমফানের দাপটে বাংলার দক্ষিণ ভাগের বিস্তীর্ণ অংশ তছনছ হয়ে গিয়েছিল। এ বার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের মায়ানমার উপকূল ও আন্দামান দ্বীপপুঞ্জের মাঝে ফের নিম্নচাপ তৈরি হওয়ার পরিস্থিতি দেখা দিয়েছে।

আবহওয়া দফতরের ইঙ্গিত, এই নিম্নচাপটি শক্তি বাড়াতে পারে। তবে শেষ পর্যন্ত তা ঘূর্ণিঝড়ের চেহারা নেবে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত ভাবে কিছু বলছেন না আবহবিদরা। প্রতি মুহূর্তে নজরদারি চলছে। যদি সত্যিই ঘূর্ণিঝড় তৈরি হয়, তা হলে এ ক্ষেত্রে তার নাম হবে ‘যশ ‘।

আবহবিদরা জানাচ্ছেন, ২১ মে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়ার কথা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায়। মঙ্গলবার এমন তথ্য জানানোর পরেই আলিপুর হাওয়া অফিসের আবহবিদরা জানিয়ে দিলেন আরও এক তথ্য। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এসে পড়ার দু’দিনের মধ্যেই আন্দামান ও মায়ানমার উপকূলের মাঝে নিম্নচাপ তৈরির সব রকমের সম্ভাবনা রয়েছে। আবহবিদদের অনুমান ওই অঞ্চলে নিম্নচাপ তৈরি হওয়া শুধুই সময়ের অপেক্ষা। মৌসম ভবনের দেওয়া দু’সপ্তাহের আউটলুক থেকে যে বিষয়টি মোটামুটি বলে দেওয়া যায়, তা হলো ওডিশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা মায়ানমার উপকূলের দিকেই এগোতে পারে সম্ভাব্য শক্তিশালী নিম্নচাপটি।
আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে, নিম্নচাপের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পিছনে বেশ কয়েকটি ধাপ থাকে। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আগে নিম্নচাপকে পর পর ক্রমশ সুস্পষ্ট নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং অতি গভীর নিম্নচাপের ধাপ পার করতে হয়। ২৩ মে আন্দামানের কাছে যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
তবে মে ও জুন মাস যেহেতু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য আদর্শ, তাই প্রতি মুহূর্তেই আন্দামানের দিকে নজর রেখে চলেছেন আলিপুর হাওয়া অফিসের বিজ্ঞানীরা। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর আন্দামানে মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version