Tuesday, November 11, 2025

কৃষকদের জন্য সার ও কীটনাশকে ভর্তুকির সিদ্ধান্ত মোদি সরকারের 

Date:

কৃষকদের (Farmer) জন্য সুখবর শোনাল মোদি সরকার ,(Narendra Modi government)। সার ও কীটনাশকের (Fertiliser) উপরে ভরতুকি বাড়ানো হল ১৪০ শতাংশ। একসঙ্গে এতটা ভরতুকি এর আগে কখনও বাড়ানো হয়নি। আন্তর্জাতিক বাজারে প্রবলভাবে বাড়ছে সার ও কীটনাশকের দাম। তার মধ্যেও দেশীয় কৃষকদের জন্য এই সিদ্ধান্ত নেওয়ায় এই ঘটনাকে ঐতিহাসিক বলে অ্যাখ্যা দিচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর। বুধবারই এ নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেখানেই এই সিদ্ধান্ত হয় বলে জানা গিয়েছে। ফসফরিক অ্যাসিড, অ্যামোনিয়া প্রভৃতির দাম আন্তর্জাতিক বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বুধবার আলোচনার সময় প্রধানমন্ত্রীর কাছে এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট পেশ করা হয়। তারপরই তিনি সাফ জানিয়ে দেন, কোনও ভাবেই কৃষকদের উপরে এর প্রভাব পড়তে দেওয়া যাবে না। তারা যাতে পুরনো দামেই সার, কীটনাশক কিনতে তা নিশ্চিত করতে হবে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়, ডাই-অ্যামোনিয়াম হাইড্রোজেন ফসফেট তথা ডিএপির ক্ষেত্রে ব্যাগপিছু ভরতুকি ৫০০ টাকাা থেকে বাড়িয়ে ১২০০ টাকা করা হবে। অর্থাৎ ভরতুকি বাড়ানো হবে ১৪০ শতাংশ। অর্থাৎ ১৭০০ টাকা। ৫০০ টাকার ভরতুকির সময় কৃষকরা সেটা কিনতে পারতেন ১২০০ টাকায়। কিন্তু বর্তমানে ডিএপির দাম ৬০ থেকে ৭০ শতাংশ বেড়েছে। ফলে তার এক ব্যাগ ডিএপির দাম দাঁড়াচ্ছে ২৪০০ টাকায়। কিন্তু সরকার ১২০০ টাকা ভরতুকি দেওয়ায় কৃষকরা তা পুরনো দাম অর্থাৎ ১২০০ টাকাতেই কিনতে পারবেন। এমনিতেই প্রতি বছর কেন্দ্রের তরফে প্রায় ৮০ হাজার কোটি টাকা ভরতুকি দেওয়া হয়। বুধবারের ঘোষণার ফলে ভরতুকির পরিমাণ আরও ১৪ হাজার ৭৭৫ কোটি টাকা বাড়ল। করোনা নিয়ন্ত্রণ এবং টিকাকরণ নিয়ে সারাদেশ যখন মোদির বিরুদ্ধে সোচ্চার, ঠিক তখনই এরকম একটি সিদ্ধান্ত নিয়ে নিজেদের কৃষকদরদী সরকার হিসেবে প্রমাণ করতে চাইছে কেন্দ্র।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version