Saturday, November 8, 2025

করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে ফিরলেন ৯৯ বছরের বৃদ্ধা

Date:

করোনাকে জয় করে ঘরে ফেরার পালা। টানা ২২ দিনের যুদ্ধের পরে শেষ হাসি হাসলেন ৯৯ বছরের বৃদ্ধা। তাঁর নাম আরতি ভট্টাচার্য। তাঁকে উত্তরীয় পরিয়ে বৃদ্ধাকে কুর্নিশ জানাল কোচবিহার এম জে এন হাসপাতাল মেডিকেল কলেজ।

কোচবিহারের দক্ষিণ খাগড়াবাড়ি এলাকার এই বৃদ্ধার করোনায় আক্রান্ত হয়েছিলেন ২৯ মে। শ্বাসকষ্ট নিয়ে কোচবিহার এমজেএন হাসপাতাল মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ডে ভর্তি হন। বৃদ্ধাকে সুস্থ করে তুলতে চ্যালেঞ্জ নেন দায়িত্বরত নার্স চিকিৎসকরা। ৯৯ বছরের বয়সীকে সুস্থ করে তোলা একেবারেই সহজ ছিল না। তবে ধীরে ধীরে শ্বাসকষ্ট জনিত সমস্যা মেটে তার। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন দ্রুত। সম্প্রতি বৃদ্ধা সুস্থ হলে তাকে পুনরায় কোভিড পরীক্ষা করা হয়। অগত্যা রিপোর্ট নেগেটিভ। যেন প্রান ফিরে পেয়েছেন বৃদ্ধা। স্বস্তি মিলেছে ভট্টাচার্য পরিবারে।

বৃদ্ধার ছেলে প্রবীর ভট্টাচার্য বলেন তাঁরা খুব খুশি। হাসপাতালের নার্স চিকিৎসকদের জন্যই মাকে ফিরে পেলেন তারা। জানা গেছে হৃদরোগে আগাগোড়াই অসুস্থ ছিলেন তিনি। করোনা আক্রান্ত হওয়ার পর বাক শক্তি হারান তিনি। ফুসফুস জনিত সমস্যা শ্বাস নিতেও সমস্যায় ভুগছিলেন তিনি। মেডিকেল কলেজে ভর্তির পর অক্সিজেন সাপোর্টের মধ্যে ছিলেন বহুদিন। গত কয়েকদিন থেকে স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিতে শুরু করেন। মুখ থেকে কথা ফোটে তার৷ নার্সদের প্রশ্নে ইশারাতে কথা বিনিময় শুরু করেন।

আপাতত তার ছুটি। এখন ঠিকানা তার নিজের বাড়িতে। হুইলচেয়ারে তাকে নিয়ে বাড়িতে রওনা হল পরিবার। খুশি মেডিকেল কলেজ কতৃপক্ষ। এম জে এন হাসপাতাল মেডিকেল কলেজেরঅ্যাসিস্ট্যান্ট সুপার দিব্যেন্দু দাস জানান সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বৃথা। টানা ২২ ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। উনি আজ বাড়ি ফেরাতে খুশি সকলে।

আরও পড়ুন- জেল থেকে ফিরহাদ বাড়ি ফিরলেও আপাতত হাসপাতালেই মদন-সুব্রত, শোভনকে নিয়ে ধোঁয়াশা

 

 

Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...
Exit mobile version