Tuesday, May 6, 2025

CBI-এর পেশ করা নারদা-চার্জশিটে সাক্ষী হিসেবে নাম আছে রাজ্যপাল জগদীপ ধনকড়ের৷ এই ঘটনায় বিস্মিত আইনজীবী মহল৷

নারদ-মামলায় (Narada) ৪ নেতা-মন্ত্রী এবং এক IPS অফিসারের বিরুদ্ধে যে চার্জশিট CBI জমা দিয়েছে, তাতে বেনজির ভাবে সাক্ষী (prime witness) তালিকায় নাম রয়েছে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Governor Jagdeep Dhankhar)।

আদালত সূত্রে খবর, মোট ৬১ জন সাক্ষীর নাম আছে চার্জশিটে৷ আর ৫২ নম্বর সাক্ষী হিসেবে রাখা হয়েছে বাংলার রাজ্যপালকে। এই ঘটনাকে বেনজির হিসাবে চিহ্নিত করেছে আইনি মহল। অতীতে এ রাজ্যে কোনও মামলায় রাজ্যপালকে সাক্ষী হিসেবে কখনই দেখা যায়নি।
গুরুত্বপূর্ণ বিষয়, সাক্ষী হিসাবে তাঁর নাম চার্জশিটে থাকায় ট্রায়াল চলাকালীন অভিযুক্তদের আইনজীবীরা নিশ্চিতভাবেই ধনকড়কে কাঠগড়ায় তুলে জেরা করার সুযোগ পাবেন৷এই মামলার বিচার চলার সময়ও তিনি যদি রাজ্যপাল থাকেন তাহলেও জেরার মুখে তাঁকে দাঁড়াতে হবে৷ তখন তিনি কোনও পদাধিকারী নন, নিতান্তই একজন সাক্ষী হবেন৷ আদালতের প্রশ্নের মুখেও ধনকড়কে পড়তে হতে পারে৷ দেশের কোনও রাজ্যের রাজ্যপাল এইভাবে রাজ্যপাল পদের অমর্যাদা ঘটিয়েছেন কি’না, তা কেউই মনে করতে পারছেন না৷ রাজনৈতিক মহলের ধারনা, রাজ্যপালকে সাক্ষী তালিকায় রেখে মামলার গুরুত্ব বাড়ানোর চেষ্টা করা হয়েছে। গত সোমবার নারদ- মামলায় ফিরহাদ হাকিম-সহ রাজ্যের ৪ নেতা-মন্ত্রীকে CBI গ্রেফতার করেছে৷ সেইদিনই এই মামলার চার্জশিট পেশ করেছে তদন্তকারী সংস্থা à§·

সাক্ষীর তালিকায় রাজ্যপালের নাম থাকায় তুমুল চাঞ্চল্য দেখা দিয়েছে আইন মহলে। প্রশ্ন উঠেছে,
◾রাজ্যের রাজ্যপাল কি নিম্ন আদালতে সাক্ষ্য দিতে আসতে পারেন ?
◾কোন আইনি যুক্তিতে রাজ্যপালকে সাক্ষী তালিকায় রাখা হলো?
◾ ট্রায়ালে তো রাজ্যপালকে কোনও প্রশ্নের জবাবদিহিও করতে হতে পারে আদালত বা বিপক্ষের আইনজীবীর কাছে৷ আইনগতভাবে তা কি সম্ভব ?
◾ট্রায়াল কোর্টের একজন বিচারক এবং সাংবিধানিক পদে থাকা রাজ্যপাল কার ক্ষমতা ও এক্তিয়ার বেশি?

এ প্রসঙ্গে হাইকোর্টের একাধিক বিশিষ্ট আইনজীবীর অভিমত, বলেন, বেনজির ঘটনা। সংবিধানের সঙ্গে খেলা চলছে৷ রাজ্যপাল হলেন রাজ্যের সাংবিধানিক রক্ষাকর্তা। তিনি গ্রেফতারিতে অনুমোদন দিয়েছেন বলে হয়তো তাঁকে সাক্ষী তালিকায় রাখা হয়েছে। আদালত চাইলে তাঁকে কোর্টে উপস্থিত হতেই হবে। রাজ্যপালের সাক্ষ্যগ্রহণে কোনও আইনি বাধা নেই। আদালত চাইলে রাজ্যপালের কাছে গোটা বিষয়টি জানতেও চাইতে পারে৷ তাঁর সাক্ষ্যগ্রহণে আদালত কমিশনও গঠন করতে পারে। তবে রাজ্যপালের সাক্ষ্যগ্রহণের প্রয়োজন আছে কি না, সে সিদ্ধান্ত আদালত নেবে।

আরও পড়ুন:শারীরিক টানাপোড়েনের মাঝেই সুব্রত-ফিরহাদরা তাকিয়ে কোর্টের দিকে

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version