Saturday, November 8, 2025

‘বরখাস্ত’ বিজয়বর্গীয়, এবার পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব বা তরুণ চুঘ, জল্পনা বিজেপিতে

Date:

‘বরখাস্ত’ করা হচ্ছে বাংলায় বিজেপি’র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে৷

ভোটের আগে দিনের পর দিন দলের শীর্ষস্তরকে বিজয়বর্গীয় রিপোর্ট দিয়েছিলেন বাংলায় দল ক্ষমতায় আসছেই৷

বাস্তবে বিজেপি ক্ষমতা দখলের ধারেকাছে যেতে পারেনি। ২০১৯- এর লোকসভা ভোটের তুলনায় দলের ফল আরও খারাপ হয়েছে। আর এর পরেই বাংলায় দলের পর্যবেক্ষক বদল করতে চলেছে বিজেপি৷ মধ্যপ্রদেশের কৈলাস বিজয়বর্গীয়কে সরিয়ে নতুন পর্যবেক্ষক হিসেবে রাজস্থানের নেতা ও রাজ্যসভার সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ ভূপেন্দ্র যাদবকে এ রাজ্যের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে গেরুয়া শিবিরের খবর৷ ভূপেন্দ্র আগেও বাংলা বিজেপির কাজকর্মের খবর রাখতেন। পাশাপাশি জল্পনায় আছে বিজেপির অন্যতম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, পঞ্জাবের তরুণ চুঘ-এর নামও৷ পর্যবেক্ষক হিসেবে তাঁর নামও উঠেছে৷ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য বলেছেন, দলে এই বিষয়ে এখনও কোনও আলোচনা হয়নি। কেন্দ্রীয় নেতৃত্বও কিছু জানাননি।

আরও পড়ুন:আর্থিক সঙ্কটে স্বস্তির খবর! করোনাকালে ৯৯,১২২ কোটি টাকা দিয়ে কেন্দ্রকে সহায়তা RBI-এর

বিজেপির সংখ্যাগরিষ্ঠ অংশের মতে, বাংলায় এভাবে হেরে যাওয়ার পর কিছু সাংগঠনিক রদবদল স্বাভাবিক। বেশ কয়েক বছর ধরেই বাংলায় দলের দায়িত্বে আছেন কৈলাস। লোকসভা ভোটে বিজেপি ভালো ফল করে৷ তার পর থেকে অন্য দল ভাঙিয়ে সংগঠন পোক্ত করতে নামেন কৈলাস৷ দল ভাঙানোর এই কৌশলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে সঙ্ঘের মুখপত্রেও। দলের একটা অংশও এর বিরোধিতা করেছে৷ এর পরেই কৈলাসের দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। একই প্রশ্ন উঠেছে সহ-পর্যবেক্ষক অরবিন্দ মেননকে নিয়েও। তাঁকেও হয়তো সরতে হবে৷

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version