Sunday, November 2, 2025

জেল থেকে ফিরহাদ বাড়ি ফিরলেও আপাতত হাসপাতালেই মদন-সুব্রত, শোভনকে নিয়ে ধোঁয়াশা

Date:

গত কয়েক দিনের আইনি টানা পোড়েনের পর অবশেষে আজ, শুক্রবার কলকাতা হাইকোর্টের (High Court) নির্দেশে পূর্ণাঙ্গ জামিন না পেলেও বাড়ি ফেরার অনুমতি মিললো নারদা মামলায় গ্রেফতার হওয়া চার নেতা-মন্ত্রীর। তবে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের শুনানি এবং নির্দেশ না পাওয়া পর্যন্ত বাড়ি ফেরার অনুমতি মিললেও, তাঁদের থাকতে হবে গৃহবন্দী হয়ে। এবং সেইসঙ্গে আরোপ করা করা হয়েছে বেশকিছু শর্ত।

আদালতের এমন নির্দেশ পাওয়ার পর আজ, শুক্রবার সন্ধ্যায় কোর্ট থেকে রায়ের কপি পাঠিয়ে দেওয়া হয় প্রেসিডেন্সি জেল এবং এসএসকেএম হাসপাতালে। প্রেসিডেন্সি জেল আধিকারিকদের সঙ্গে সাক্ষাত করেন মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) আইনজীবীরা। প্রয়োজনীয় নথিপত্রের কাজ সেরে ফিরহাদকে নিয়ে চেতালায় আসেন তাঁর আইনজীবীরা। বাড়ির সামনে গাড়ি থেকে নামলেও হাতজোড়ে করে বাড়ির ভেতরে চলে যান ফিরহাদ। কারণ, গৃহবন্দী অবস্থায় তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না। এমনকি সরকারি কাজের জন্য তাঁর সঙ্গে কারা দেখা করতে আসছেন তারও তথ্য রাখতে হবে তাঁকে।

তবে ফিরহাদ হাকিম বাড়ি ফিরলেও অসুস্থতা বেড়েছে মদন মিত্রের (Madan Mitra) । তাঁকে এদিনও অক্সিজেন দিতে হয়েছে, ব্লাড প্রেসার বেড়েছে, সুগার ওঠানামা করছে। সঙ্গে রয়েছে প্যালপিটিশন। সদ্য কোভিড থেকে ওঠা মদন মিত্রের বাড়ি ফেরা আপাতত হচ্ছে না। পাশাপাশি শারীরিক সমস্যা থাকলেও কিছুটা স্থিতিশীল বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। তাঁর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। তাই তিনিও আজ বাড়ি ফিরতে পারছেন না বলে জানা যাচ্ছে।

অন্যদিকে, শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও কয়েকবার তাঁর প্যানিক অ্যাটাক হয়েছে। সুগার ওঠানামা করছে। তবে তাঁর ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় চাইছেন তিনি গোলপার্কের বাড়িতেই ফিরুন।

আরও পড়ুন- রবিনসন স্ট্রিটের ছায়া! হাওড়ায় স্বামী-বোনের মৃতদেহ আগলে মহিলা

 

 

Related articles

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...
Exit mobile version