Thursday, August 28, 2025

গতবার আমফানের দাপটে বেহাল অবস্থা হয়েছিল রাজ্যবাসীর। এবার সেই একই আতঙ্ক তৈরি করে রাজ্যে হানা দিতে চলেছে ঘূর্ণিঝড় যশ(super cyclone Yash)। তবে গত বারের থেকে শিক্ষা নিয়ে এবার পুরোদস্তুর তৈরি সরকার। প্রতিটি বিভাগ আলাদা আলাদা ভাবে ঝড় মোকাবিলার প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে। এই তালিকায় রয়েছে বিদ্যুৎ দফতরও। গ্ৰাম থেকে শহর সমস্ত জায়গায় বিদ্যুৎ সরবরাহ(electric service) নিরবিচ্ছিন্ন রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

জানা গিয়েছে, আগামী ২৫ মে থেকে খোলা হবে বিদ্যুৎ ভবনের কন্ট্রোল রুম। যেখানে উপস্থিত থাকবেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস(Arup Biswas)। যে ৬টি জেলায় ঝড়ের প্রকোপ সবচেয়ে বেশি পড়বে সেই দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং বিধাননগরের বিডিওদের প্রত্যেকের অধীনে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংস্থার কর্মীদের ৬টি করে গ্যাং ২৫ মে দুপুর ১টা থেকে মোতায়েন থাকবে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলিতে ইতিমধ্যেই পর্যাপ্ত পরিমাণ বিদ্যুতের খুঁটি, তার, ট্রান্সফর্মার সহ সমস্ত রকম প্রয়োজনীয় সরঞ্জাম পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি শনিবার থেকে বিদ্যুৎ দফতরের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। বিদ্যুৎ দফতরের তরফে আরও জানানো হয়েছে স্থানীয় বিডিওদের অধীনে হাই টেনশনে তিনটি করে গ্যাং এবং লো টেনশনে আরো তিনটি করে গ্যাং পর্যাপ্ত পরিমাণ সামগ্রীসহ মজুত থাকবে।

আরও পড়ুন:তৃণমূল নেতার অসুস্থ স্ত্রীর পাশে ‘রেড ভল্যান্টিয়ার্স’ 

বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, “গতবারের আমফান থেকে আমরা অনেক কিছু শিখেছি এবার যাতে সে রকম পরিস্থিতি তৈরি না হয় তার জন্য আগে থেকে উঠে পড়ে লাগা হয়েছে। আশা করছি সবকিছু দ্রুততার সঙ্গে মেরামত করতে পারব।” পাশাপাশি কলকাতা পুরসভার ক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডে দুটি করে গ্যাং রাখা হবে। যেখানে থাকবে ৮ থেকে ৯জন করে কর্মী। পাশাপাশি গতবার ঝড়ের সময় লকডাউন থাকায় বহু কর্মী বাড়ি চলে গিয়েছিলেন অনেকে ছুটিতে ছিলেন, এবার অবশ্য সেই সমস্যাটা থাকছে না । গতবারের তুলনায় এবার আমাদের লোক বল দ্বিগুণ রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ সামগ্রীও মজুত রয়েছে। পরিস্থিতি সামাল দিতে সবদিক থেকে প্রস্তুত রয়েছি আমরা।

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version