Thursday, August 21, 2025

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন নিগ্রহ, আইনি বিপাকে কঙ্গনা রানাওয়তের দেহরক্ষী

Date:

আইনি মারপ্যাঁচে পড়লেন বলিউডের ‘কন্ট্রোভার্সিয়াল কুইন’ এর ব্যক্তিগত দেহরক্ষী, কুমার হেগড়ে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন মুম্বইয়ের আন্ধেরির এক বিউটিশিয়ান। পাশাপাশি প্রতারণা এবং বিকৃত যৌনাচারের অভিযোগও তুলেছেন ওই মহিলা।

ধর্ষিতার বয়ানে জানা গেছে,  প্রায় আট বছর ধরে কুমার হেগড়েকে চেনেন তিনি। গত বছর জুন মাসে ওই মহিলাকে বিয়েরও প্রস্তাব দেন কুমার হেগড়ে। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাঁর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন কুমার। এমনকি গত ২৭ এপ্রিল নির্যাতিতার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকাও নেন তিনি। তারপর থেকেই আর কোনও পাত্তা নেই কুমারের। সম্প্রতি কুমারের এক বন্ধুর মাধ্যমে ওই মহিলা জানতে পারেন, তাঁর সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চান না কুমার। তার বেশ কয়েকদিন পর এক মহিলা নিজেকে কুমারের মা পরিচয় দিয়ে ওই মহিলাকে ফোন করেন। কুমারের অন্যত্র বিয়ে ঠিক হয়েছে বলেও জানান।এমনকি কুমারের সঙ্গে সম্পর্ক রাখতেও বারণ করে দেন ফোনের অপরপ্রান্তের ওই মহিলা। এরপরই কুমারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন ওই মহিলা।

অভিযোগকারী মহিলা কুমারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৩৭৭ ধারায় মামলা রুজু করেছেন। প্রতারণার অভিযোগে ৪২০ ধারাতে ধৃতের বিরুদ্ধে ডিএন নগর থানায় এফআইআর(FIR)দায়ের করে মুম্বই পুলিশ। তবে FIR দায়ের করা হলেও এখনও গ্রেফতার করা হয়নি কুমার হেগড়ে। এমনকি অভিযুক্তের তরফে এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related articles

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...

২০৩০-এর আগে সড়ক দুর্ঘটনা কমবে ৫০ শতাংশ: প্রতিশ্রুতি ParaSafe-এর

স্বাধীনতা দিবসে কলকাতায় রোড সেফটি এক্সপেরিয়েন্স জোন চালু করে পূর্ব ভারতে যাত্রা শুরু করেছে প্যারাসেফ (ParaSafe)। উদ্ভাবনী ও...

আমাদের বেতন কোথায়: নীতীশকে দেখে বিক্ষোভে ফেটে পড়লেন মাদ্রাসা শিক্ষকরা

ভোটমুখী বিহারে মিথ্যে প্রচার চালিয়েই ফের একবার গদি ধরে রাখার চেষ্টায় জেডিইউ (JDU) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।...
Exit mobile version