Sunday, May 4, 2025

CBI -এর নথিতে এবং মামলার চার্জশিটে শোভন চট্টোপাধ্যায়ের ঠিকানা ৩৬, মহারানি ইন্দিরাদেবী রোড, কলকাতা- ৭০০০৬০, কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি গৃহবন্দি থাকতে চান গোলপার্কের ফ্ল্যাটে৷ শোভনের ক্ষেত্রে তৈরি হয়েছে নতুন এই ঠিকানা বিভ্রাট৷

প্রসঙ্গত, স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্য বিবাদ শুরু হওয়ার আগে বেহালার বাড়িতেই থাকতেন শোভন৷ কিন্তু বর্তমানে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোলপার্কের একটি ফ্ল্যাটে থাকেন তিনি৷ CBI সূত্রের খবর, তাঁদের সব নথিতেই শোভন চট্টোপাধ্যায়ের ঠিকানা হিসেবে রয়েছে বেহালার বাড়ি৷ কিন্তু তিনি এখন যেতে চাইছেন গোলপার্কের ফ্ল্যাটে৷ শুক্রবার শোভন সহ চার নেতাকে গৃহবন্দি থাকার নির্দেশ দেয় হাইকোর্ট৷ গৃহবন্দি অবস্থায় চার নেতার নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রেসিডেন্স জেল কর্তৃপক্ষ৷ ফিরহাদ হাকিম শুক্রবারই চেতলায় নিজের বাড়ি পৌঁছে গিয়েছেন৷ হাসপাতালে থাকা বাকি তিন নেতা কোথায় গৃহবন্দি থাকবেন, সেই তথ্য জেল কর্তৃপক্ষকে জানাতে হচ্ছে প্রত্যেককে৷ তখনই শোভন জানান, তিনি থাকবেন গোলপার্কে৷ CBI সূত্রে খবর, তিন নেতার মধ্যে কেউ যদি নথিভুক্ত ঠিকানার বাইরে অন্য কোথাও গৃহবন্দি থাকতে চান, সেক্ষেত্রে তার পিছনে যথাযথ কারণ ব্যাখ্যা করে জানাতে হবে৷ সেই কারণ গ্রহণযোগ্য মনে না হলে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে নতুন আইনি পদক্ষেপ করতে পারে তারা৷ শোভন হাসপাতাল থেকে ছুটি পেয়ে কোন ঠিকানায় যান,সেদিকে নজর রাখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ বাকি তিন জনের ক্ষেত্রে এই ধরনের সমস্যা না হলেও শোভনের গৃহবন্দি- ঠিকানা নিয়ে নতুন এই বিভ্রাট সৃষ্টি হয়েছে৷

Related articles

বেহালার বহুতলে আগুন, তিনটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

আগুন লাগার ঘটনা পিছু ছাড়ছে না শহর কলকাতার। রবিবার দুপুরে আগুন লাগে বেহালার (Behala) একটি বহুতলে। চারতলার ফ্ল্যাটে...

পহেলগামে গুলির শব্দ শুনেও আসেনি সেনা, বিস্ফোরক অভিযোগ মৃতের স্ত্রীর 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Pahelgam Terrorist attack) ভারতীয় সেনার গাফিলতি স্পষ্ট, বিস্ফোরক অভিযোগ করলেন মৃত সমীর গুহর স্ত্রী...

ইস্টবেঙ্গলে ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা

ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। আসন্ন মরসুমের জন্য ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে তুলে নিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ...

এসএসসি রায় পুণর্বিবেচনা: সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন রাজ্যের

রাজ্যের স্কুলগুলি চলার স্বার্থে ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের চাকরি বাতিলের পদ্ধতি স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। কিন্তু সেটা...
Exit mobile version