Sunday, August 24, 2025

সোনালীর বিলম্বিত বোধোদয়ে ”নেকুপুষুমুনু আমার” বলে কটাক্ষ শ্রীলেখার!

Date:

করোনা (Corona), যশ (Yaas) নারদার (Narada) মাঝে হঠাৎ শিরোনামে দলবদলু সোনালী গুহ (Sonali Guha)। বিজেপিতে (BJP) মোহভঙ্গ। পুরোনো দল তৃণমূলে (TMC) ফিরতে চেয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banarjee) উদ্দেশে শনিবার টুইট করেছেন তিনি।

ভোটে বিজেপি গো-হারার পর বিলম্বিত বোধোদয় প্রাক্তন তৃণমূল বিধায়কের। টিকিট না পেয়ে ভোটের মুখে ক্ষোভে-দুঃখে-অভিমানে কাঁদতে কাঁদতে দল ছেড়ে ছিলেন সাতগাছিয়ার চারবারের বিধায়ক। টুইটে তিনি লিখেছেন, “অত্যন্ত ভগ্ন হৃদয়ে বলছি যে, আমি আবেগপূর্ণ হয়ে চরম অভিমানে ভুল সিদ্ধান্ত নিয়ে অন্য দলে গিয়েছিলাম যেটা ছিল আমার চরম ভুল সিদ্ধান্ত। কিন্তু সেখানে আমি নিজেকে মানিয়ে নিতে পারিনি। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমন আমিও আপনাকে ছাড়া বাঁচতে পারব না। দিদি আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা না করলে আমি বাঁচব না। আপনার আঁচলের তলে আমাকে টেনে নিন, বাকি জীবনাটা আপনার স্নেহতলে থাকার সুযোগ করে দিন।”

তাঁর এই ট্যুইটের পরই সোশ্যাল মিডিয়ায় নিন্দা ও কটাক্ষের ঝড়। সুবিধাবাদী, গিরগিটি, ধান্দাবাজ থেকে নানা বিশেষণ কমেন্ট বক্সে উঠে আসছে সোনালীদেবীর জন্য। মুহূর্তে মিম তৈরি হয়ে যায়। যদি ফলাফল উল্টো হতো এবং ক্ষমতায় চলে আসতো বিজেপি, সেক্ষেত্রে আদৌ গেরুয়া শিবিরে সোনালীর মোহভঙ্গ হতো কিনা, তা নিয়ে প্রায় সকলেই সংশয় প্রকাশ করেছেন।

এরই মধ্যে দলবদলু সোনালী গুহকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বামপন্থী অভিনেত্রী (Actress) শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। তিনি এই ট্যুইটের স্ক্রিনশট শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “নেকুপুষুমুনু আমার”! আর সোনালীকে নিয়ে শ্রীলেখার এই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন- দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে রবিবার ২৩মে শিক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় মন্ত্রীর

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version