Wednesday, May 7, 2025

মৌসম ভবন পূর্বাভাস দিয়েছে পশ্চিমবঙ্গেই আছড়ে পড়তে চলেছে যশ। আলিপুর আবহাওয়া আধিকারিকদের মতে, খানিকটা গত বছরের আমফানের স্মৃতি উস্কে দেবে যশ। সেই কারণে রাজ্য প্রশাসন একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে ময়দানে। যশ মোকাবিলায় সমস্তরকম প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। করোনার বাড়বাড়ন্তে যশ’কে দোসর বলে মনে করছে রাজ্য প্রশাসন। ২২ মে অর্থাৎ আজই পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে ২৪ মে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী বুধবার বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে ‘যশ’।

আরও পড়ুন-পশ্চিমবঙ্গের উপকূলেই আছড়ে পড়তে চলেছে ‘ যশ’, পূর্বাভাস মৌসম ভবনের

  • জৈষ্ঠের গরমে নাজেহাল রাজ্যবাসী। এই পরিস্থিতিতে কবে থেকে পশ্চিমবঙ্গে শুরু হবে বৃষ্টি?

আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা জানিয়ছেন, ঘূর্ণিঝড় যশের প্রভাবে রাজ্যে ২৫ মে অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে বৃষ্টি। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে সময় যত এগোবে বাড়বে বৃষ্টির পরিমাণ। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

  • কবে আছড়ে পড়বে যশ?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৬ তারিখ অর্থাৎ আগামী বুধবার দিঘা এবং পারাদ্বীপের মাঝে কোনও একটি জায়গায় আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় যশের। সবচেয়ে বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরে। এছাড়া যশের প্রভাব পড়বে সুন্দরবন, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, কলকাতাতে। তবে যশ আমফানের মতো কলকাতায় তেমন তাণ্ডব চালাবে না। ২৩-২৪ তারিখ থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Related articles

SSC নিয়ে আদালত অবমাননার মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট

২৬ হাজার চাকরি বাতিল মামলায় চাকরিহারাদের বেতন ফেরানোর সুপ্রিম নির্দেশ কার্যকরী হচ্ছে না অভিযোগ করে আদালত অবমাননার মামলা...

পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী 

পহেলগামের জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রায় ৯০ জঙ্গিকে মারল...

পহেলগামের প্রত্যাঘাতে খুশি স্বজনহারারা, জেনে নিন কেন ‘OPERATION SINDOOR’ নামকরণ

ভূস্বর্গের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে চোখের সামনে সবটা শেষ হয়ে গেছিল গত বাইশে এপ্রিল। পহেলগামে (Pahelgam attack)...

রাতেই POK-তে হামলা, বুধের সকালে দেশজুড়ে অসামরিক মহড়া 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রায় দু সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালালো ভারত (Indian Army...
Exit mobile version