Sunday, November 9, 2025

মৌসম ভবন পূর্বাভাস দিয়েছে পশ্চিমবঙ্গেই আছড়ে পড়তে চলেছে যশ। আলিপুর আবহাওয়া আধিকারিকদের মতে, খানিকটা গত বছরের আমফানের স্মৃতি উস্কে দেবে যশ। সেই কারণে রাজ্য প্রশাসন একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে ময়দানে। যশ মোকাবিলায় সমস্তরকম প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। করোনার বাড়বাড়ন্তে যশ’কে দোসর বলে মনে করছে রাজ্য প্রশাসন। ২২ মে অর্থাৎ আজই পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে ২৪ মে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী বুধবার বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে ‘যশ’।

আরও পড়ুন-পশ্চিমবঙ্গের উপকূলেই আছড়ে পড়তে চলেছে ‘ যশ’, পূর্বাভাস মৌসম ভবনের

  • জৈষ্ঠের গরমে নাজেহাল রাজ্যবাসী। এই পরিস্থিতিতে কবে থেকে পশ্চিমবঙ্গে শুরু হবে বৃষ্টি?

আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা জানিয়ছেন, ঘূর্ণিঝড় যশের প্রভাবে রাজ্যে ২৫ মে অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে বৃষ্টি। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে সময় যত এগোবে বাড়বে বৃষ্টির পরিমাণ। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

  • কবে আছড়ে পড়বে যশ?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৬ তারিখ অর্থাৎ আগামী বুধবার দিঘা এবং পারাদ্বীপের মাঝে কোনও একটি জায়গায় আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় যশের। সবচেয়ে বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরে। এছাড়া যশের প্রভাব পড়বে সুন্দরবন, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, কলকাতাতে। তবে যশ আমফানের মতো কলকাতায় তেমন তাণ্ডব চালাবে না। ২৩-২৪ তারিখ থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version