Sunday, November 9, 2025

রাজস্থানের এই জেলায় দিন দশেকের মধ্যে করোনায় আক্রান্ত ৩১৫ শিশু, দেশে কি আছড়ে পড়ল তৃতীয় ঢেউ?

Date:

বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, করোনার তৃতীয় ঢেউয়ে ব্যাপক হারে আক্রান্ত হবে শিশুরা। কিন্তু দেখা যাচ্ছে দ্বিতীয় ঢেউয়েই বেশ কিছু রাজ্যে করোনায় শিশুদের আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী। তবে কি করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে? শনিবার কর্ণাটকের পর রবিবার রাজস্থানের শিশুদের আক্রান্তের সংখ্যার খবর মিলেছে। রাজস্থানের দুঙ্গারপুরে ১০ থেকে ১১ দিনের মধ্যে প্রায় ৩০০-র বেশি শিশুদের করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে।

আরও পড়ুন-‘যশ’-এর দৌলতে বদলে গিয়েছে তাজপুর সৈকতের রঙ! থিকথিক করছে লাল কাঁকড়া

জানা গিয়েছে, ১২ মে থেকে এখনও পর্যন্ত দুঙ্গারপুরে শিশু ও কমবয়সীদের আক্রান্তের সংখ্যা ৩১৫। এর মধ্যে ০ থেকে ৯ বছর বয়সীদের সংখ্যা ৬০। এর থেকে বেশি বয়সীদের মধ্যে আক্রান্তের সংখ্যা ২৫৫। তবে প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তৃতীয় ঢেউ শুরু হয়েছে, এমন কোনও রকম সম্ভাবনাই দেখা যায়নি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে সমস্ত করোনা আক্রান্ত শিশু ও কিশোর-কিশোরীদের সঠিক চিকিৎসা শুরু হয়েছে। সেখানকার হাসপাতালগুলিতে অক্সিজেন কনসেনট্রেটর ও অন্যান্য সরঞ্জাম মজুত রয়েছে। এছাড়া শিশুদের ক্ষেত্রে বিভাগগুলিকে আ‌লাদা ভাবে প্রস্তুত করা হয়েছে।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার কথা সেভাবে শোনা না যায়নি। তবে দ্বিতীয় ঢেউয়ে শিশু ও কমবয়সীদের আক্রান্ত হওয়ার সংখ্যা অনেকটাই বেশি। অন্যদিকে গত ২ মাসে কর্ণাটকে করোনা আক্রান্ত প্রায় ৪০ হাজার শিশু।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version