Friday, August 22, 2025

সোনালী গুহর পরে এবার সরলার মুর্মু- তৃণমূলের দিকে চেয়ে আবেদন। সোনালীর মতো তারও আবেদন, “ফিরিয়ে নিন। ভুল সকলেরই হয়। ফিরতে চাই”। এবছর বিধানসভা নির্বাচনে মালদহের (Maldah) তৃণমূলের টিকিট পাওয়ার পরেও বিজেপিতে যোগ দেন সরলা মুর্মু (Sarala Murmu)। নির্বাচনে বিজেপির (Bjp) ভরাডুবি এবং এরপর দলত্যাগী অনেক নেতানেত্রীর মতো বিলম্বিত বোধোদয় হয়েছে তারও। দলে ফিরতে চেয়ে তৃণমূলের (Tmc) জেলা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করলেও, সোনালীর মতো তাঁর বিষয়টা যে খুব একটা মসৃণ হবে না তা জেলা নেতৃত্বের মন্তব্যেই স্পষ্ট। তাঁকে ‘‌বেইমান’‌ তকমা দিয়েছেন তাঁরা।

হবিবপুর কেন্দ্রে সরলাকে প্রার্থী করেছিল তৃণমূল। কিন্তু টিকিট পাওয়ার পরেও সরলার দাবি ছিল তাঁকে মালদা বিধানসভা কেন্দ্রে টিকিট দিতে হবে। সেটা সম্ভব না হওয়ার পরে দল ছেড়ে বিজেপিতে যোগদান সরলা মুর্মু। এখন তিনি বলছেন, ভুল বুঝিয়ে তাঁকে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি নিজের ভুল বুঝতে পেরে তৃণমূলে ফিরতে চান। এই মন্তব্য নিয়ে জেলা তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর (Krishnendunarayan Choudhuri) বলেন, এগুলো ছেদো যুক্তি। সরলা মোটেই ভুল করে বিজেপিতে যায়নি। মালদহের আসনটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত। সরলা তফসিলি উপজাতিভুক্ত। ফলে সরলাকে ওখানে প্রার্থী করা সম্ভব ছিল না। কৃষ্ণেন্দুর মতে, এরকম ঘটনা আমার অন্তত জানা নেই যে দল টিকিট দেওয়ার পরেও কেউ দলত্যাগ করে। “সরলাকে অনেক বড় সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু ওর গাদ্দারির জন্যেই হবিবপুর আসনটি আমাদের হাতছাড়া হয়েছে”।

এহেন সরলাকে কি আদৌ ফিরিয়ে নেবে তৃণমূল? এর উত্তরে মালদা জেলা তৃণমূল নেতৃত্বের মত, সেটা রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত। তবে সরলার বিরুদ্ধে মালদা আগে যে পরিমাণ ক্ষোভ জমা হয়েছে তাতে তার পুরনো জলের ফেরাটা মসৃণ হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version