Monday, August 25, 2025

সোনালী গুহর পরে এবার সরলার মুর্মু- তৃণমূলের দিকে চেয়ে আবেদন। সোনালীর মতো তারও আবেদন, “ফিরিয়ে নিন। ভুল সকলেরই হয়। ফিরতে চাই”। এবছর বিধানসভা নির্বাচনে মালদহের (Maldah) তৃণমূলের টিকিট পাওয়ার পরেও বিজেপিতে যোগ দেন সরলা মুর্মু (Sarala Murmu)। নির্বাচনে বিজেপির (Bjp) ভরাডুবি এবং এরপর দলত্যাগী অনেক নেতানেত্রীর মতো বিলম্বিত বোধোদয় হয়েছে তারও। দলে ফিরতে চেয়ে তৃণমূলের (Tmc) জেলা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করলেও, সোনালীর মতো তাঁর বিষয়টা যে খুব একটা মসৃণ হবে না তা জেলা নেতৃত্বের মন্তব্যেই স্পষ্ট। তাঁকে ‘‌বেইমান’‌ তকমা দিয়েছেন তাঁরা।

হবিবপুর কেন্দ্রে সরলাকে প্রার্থী করেছিল তৃণমূল। কিন্তু টিকিট পাওয়ার পরেও সরলার দাবি ছিল তাঁকে মালদা বিধানসভা কেন্দ্রে টিকিট দিতে হবে। সেটা সম্ভব না হওয়ার পরে দল ছেড়ে বিজেপিতে যোগদান সরলা মুর্মু। এখন তিনি বলছেন, ভুল বুঝিয়ে তাঁকে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি নিজের ভুল বুঝতে পেরে তৃণমূলে ফিরতে চান। এই মন্তব্য নিয়ে জেলা তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর (Krishnendunarayan Choudhuri) বলেন, এগুলো ছেদো যুক্তি। সরলা মোটেই ভুল করে বিজেপিতে যায়নি। মালদহের আসনটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত। সরলা তফসিলি উপজাতিভুক্ত। ফলে সরলাকে ওখানে প্রার্থী করা সম্ভব ছিল না। কৃষ্ণেন্দুর মতে, এরকম ঘটনা আমার অন্তত জানা নেই যে দল টিকিট দেওয়ার পরেও কেউ দলত্যাগ করে। “সরলাকে অনেক বড় সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু ওর গাদ্দারির জন্যেই হবিবপুর আসনটি আমাদের হাতছাড়া হয়েছে”।

এহেন সরলাকে কি আদৌ ফিরিয়ে নেবে তৃণমূল? এর উত্তরে মালদা জেলা তৃণমূল নেতৃত্বের মত, সেটা রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত। তবে সরলার বিরুদ্ধে মালদা আগে যে পরিমাণ ক্ষোভ জমা হয়েছে তাতে তার পুরনো জলের ফেরাটা মসৃণ হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version