Sunday, August 24, 2025

ফের গোরক্ষকদের তাণ্ডব যোগীরাজ্যে, আক্রান্ত মুসলিম যুবককেই গ্রেফতার করল পুলিশ

Date:

গোরক্ষকদের তাণ্ডবের জেরে ফের একবার সংবাদ শিরোনামে উঠে এলো যোগীরাজ্য উত্তর প্রদেশ(Uttar Pradesh)। সংখ্যালঘু’ এক মাংস বিক্রেতাকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে গোরক্ষকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুরাদাবাদ(Muradabad) জেলায়। তবে বিষয়টি এখানেই শেষ নয়, উল্টে ঘটনার পর আক্রান্ত ওই সংখ্যালঘু যুবককে গ্রেফতার করার অভিযোগ উঠেছে যোগীর পুলিশের বিরুদ্ধে। অভিযুক্ত ওই গোরক্ষকদের বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।

জানা গিয়েছে, মোঃ শাকির নামে এক যুবক স্কুটারে করে ৫০ কেজি মহিষের মাংস নিয়ে ফিরছিলেন। সেই সময় ওই যুবককে আটকায় নিজেকে গোরক্ষক বলে দাবি করা মনোজ ঠাকুর ও তার সঙ্গীরা। শাকিরের ভাইয়ের অভিযোগ, স্কুটার আটকে শাকিরের কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করে অভিযুক্তরা। দিতে না পারায় লাঠি দিয়ে ব্যাপক মারধর করা হয়। গোটা ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, শাকিরকে ঘিরে ধরে ব্যাপক মারধর করছে কয়েকজন যুবক। এই ঘটনায় অভিযুক্ত ওই গোরক্ষকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে শাকিরের ভাই। পাল্টা প্রাণী হত্যা, সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে এমন কাজ করা, করোনা লকডাউনের নির্দেশ অমান্য সহ একাধিক ধারায় শাকিরের বিরুদ্ধে মামলা দায়ের করে অভিযুক্তরা। এরপরই মূল অভিযুক্ত মনোজ ঠাকুরকে গ্রেপ্তার করার পরিবর্তে শাকিরকে গ্রেফতার করে পুলিশ। যদিও জামিনে মুক্তি পেয়ে বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন রয়েছে আক্রান্ত ওই সংখ্যালঘু যুবক।

আরও পড়ুন:সোমে হল না জামিনের ফয়সালা: আপাতত গৃহবন্দি ৪ নেতা-মন্ত্রী, শুনানি বুধে

এপ্রসঙ্গে পুলিশের তরফে জানানো হয়েছে, আমাদের কাছে একটি ভিডিও এসেছে যেখানে একজন মাংস বিক্রেতাকে মারধর করছে কয়েকজন যুবক। গোটা ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ৬ অভিযুক্তের নাম-ঠিকানা নথিভুক্ত করে তাদের খোঁজ চলছে। শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে। পাশাপাশি ন্যক্কারজনক এই ঘটনার পর, এক বিবৃতি দিয়েছেন মুরাদাবাদের সাংসদ এসটি হাসান। তিনি বলেন, আমি জানতে পেরেছি আক্রান্ত এই যুবক একটি ফ্যাক্টরি থেকে মাংস নিয়ে আসছিল। তার কাছে মাংস কেনার রশিদ ও ছিল। তারপরও মারধর করা হয়েছে তাকে। গোহত্যার নামে এই ধরনের ঘৃণ্য হিংসা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। ঈশ্বরের অশেষ কৃপা যে ওই যুবককে প্রাণে হত্যা করা হয়নি।

Related articles

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...
Exit mobile version