Saturday, August 23, 2025

নবান্নে আজ মন্ত্রিসভার তৃতীয় বৈঠক, যশ চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুতি তুঙ্গে

Date:

একদিকে করোনার প্রবাহে নাজেহাল দশা, অন্যদিকে বিপদ ঘন্টা বাজিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ(Yass)। এই দুইয়ের জোড়া ফলা সামাল দেওয়াই এখন মমতা সরকারের আছে অন্যতম চ্যালেঞ্জ। আর সেই লক্ষ্যেই সোমবার দুপুর তিনটে নাগাদ নবান্নে বৈঠকে বসছে রাজ্য মন্ত্রিসভা। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) তৃতীয় দফার মুখ্যমন্ত্রীত্বে আজ তৃতীয় মন্ত্রিসভার বৈঠক। এ বৈঠকে ১০ থেকে ১২ জন মন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ রায়, পুলক রায়, সুজিত বসু প্রমুখ। তবে ফিরহাদ হাকিম বাড়ি থেকে বৈঠকে অংশগ্রহণ করবেন কি না, জানা যায়নি। যদিও তিনি বাড়ি থেকে ভার্চুয়াল মাধ্যমে কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে করোনা ও ঘূর্ণিঝড় নিয়ে দু’দফা বৈঠক করেছেন। ঘূর্ণিঝড় যশ নিয়ে রাজ্য সরকার যে সবরকম প্রস্তুতি নিয়েছে, আজকের মন্ত্রিসভার বৈঠকে সে সম্পর্কে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:নারদা মামলায় নাটকীয় মোড়, মধ্যরাতে বৃহত্তর বেঞ্চের শুনানিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে সিবিআই

প্রসঙ্গত, গত সোমবার মন্ত্রিসভার বৈঠক হয়েছিল নিজাম প্যালেস থেকেই। সেখানে টেলিকনফারেন্সের মাধ্যমে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধান পরিষদ সহ তিনটি প্রস্তাব পাশ হয়েছিল সেদিন। আজ বৈঠকে ঘূর্ণিঝড় ছাড়া অন্য কোনও বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন কি না, সেটাই দেখার। এদিকে ঘূর্ণিঝড়ের জন্য মুখ্যমন্ত্রী মঙ্গল ও বুধবার নবান্নে থাকবেন বলে ঠিক করেছেন। গত বছরের মতো, তাই নবান্ন ছাড়া উপান্ন ভবনও প্রস্তুত রাখা হয়েছে। দোতলা ভবনে একটি কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। যেখান থেকে ঘূর্ণিঝড়ের গতিবিধির উপর নজর রাখবেন মুখ্যমন্ত্রী।

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...
Exit mobile version